আজকাল ওয়েবডেস্ক: আমরা অনেকেই কুকুরকে ভালবাসি। আবার অনেকেই আছেন সারমেয়টিকে দেখলেই দূরে সরে যান। পথকুকুরকে ভয় পান অনেকেই। এই বুঝি কামড়ে দিল, এই ভয় কাজ করে সারাক্ষণ। তেমনই রাস্তা হাঁটতে হাঁটতে আচমকা এক দল কুকুরকে দেখে ভয়ে সিঁটিয়ে গিয়েছিলেন মহিলা। বাড়ি থেকে মাত্র ১৮০ মিটার দূরেই। তারপরেই তিনি যা করলেন তা দেখে চারিদিকে হাসির রোল।
বাড়ি থেকে মাত্র ১৮০ মিটার দূরে দাঁড়িয়ে একটি বাইক ক্যাব বুক করে বসলেন এক মহিলা। কারণ তাঁর কুকুরে ভয়। গোটা ঘটনাটির ভিডিও শেয়ার করেছেন এক ব্যক্তি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেটি। ‘রোহিত ভ্লগস্টার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ROHIT VLOGSTER (@rohitvlogster)
 
 
ভিডিওতে দেখা যাচ্ছে, বাইক চালক ওই মহিলা যাত্রীকে তুলতে পৌঁছে গিয়েছেন। ওটিপি জিজ্ঞেস করার পরেই গন্তব্যের দূরত্ব দেখে অবাক হয়ে যান ওই ব্যক্তি। মাত্র ১৮০ মিটার! এই দূরত্বে বাইক বুক করার কারণ জিজ্ঞেস করতেই ওই মহিলা বলেন তিনি কুকুরকে ভয় পান। তাই এই কাণ্ড করেছেন।
এরপরেই বাইকে চেপে বসেন ১৮০ মিটার দূরত্ব অতিক্রম করে ১৯ টাকা ভাড়া মিটিয়ে বাড়িতে ঢুকে যান। ভাইরাল ভিডিওটি ইতিমধ্যে ২০ লক্ষ বার দেখা হয়েছে। যদিও ভিডিওটি কোন জায়গার তা জানা যায়নি।