আজকাল ওয়েবডেস্ক: কাজের অজুহাতে স্ত্রীকে সময় দেন না। পারিবারিক সমস্যা নিয়ে কথা বলতে গেলেও, এড়িয়ে যান স্বামী। বিচ্ছেদের পথে হাঁটলেও সমস্যা কিছুতেই মিটছে না। কিসের এত কাজ থাকে অফিসে? চুপিচুপি হানা দিলেন স্বামীর অফিসে। সেখানে ঢুকেই মহিলা সহকর্মীর সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরলেন। ব্যাস! তারপরেই রণং দেহি স্ত্রী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে। ১০ জুন মারামানি নামের এক যুবতীর হঠাৎ সেন্থিল নাথান নামের এক যুবকের অফিসে ঢুকে পড়েন। সম্পর্কে তাঁরা এখনও স্বামী-স্ত্রী। কিন্তু বর্তমানে বিচ্ছেদের পথেই দু'জনে হাঁটছেন। আইনিভাবে এখনও ছাড়াছাড়ি হয়নি। 

 

অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেন্থিল বিশেষভাবে সক্ষম। অফিসের একটি ঘরে বসে সহকর্মীর সঙ্গে মিটিং করছিলেন। সে সময় ওই ঘরে ঢুকে স্বামীর উপর চড়াও হন‌ স্ত্রী। সহকর্মীদের সামনেই স্বামীকে মারধর শুরু করেন। এমনকী ওই মহিলা সহকর্মীকেও চুলের মুঠি ধরে মারেন মারামানি। কয়েকবার তাঁকে অন্যান্যরা থামানোর চেষ্টা করেও সফল হননি। শেষমেশ তাঁকে তাঁর মা ঘর থেকে বের করে নিয়ে যান। 

 

এই ঘটনার পর থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বামী। জানিয়েছেন, কোনও মতেই সন্তানকে নিজের কাছে রাখতে চান না স্ত্রী। প্রতি মাসে ৪০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। তিনি অক্ষম বলে বারবার হেনস্থা করা হচ্ছে তাঁকে। এই ঘটনার পর থেকে স্ত্রী পলাতক।