আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ দুপুরবেলা বেজে ওঠে কলিংবেল। দৌড়ে গিয়ে দরজা খুলে গৃহবধূ দেখেন, এক অচেনা মহিলা দাঁড়িয়ে রয়েছেন। দরদর করে ঘামছেন। জানান, ভাড়াবাড়ির সন্ধানে বেরিয়েছেন। কোথাও পছন্দমতো ঘর খুঁজে পাচ্ছেন না। হাঁটতে হাঁটতে ক্লান্ত। তেষ্টা মেটাতে এক গ্লাস জল খেতে চেয়েছিলেন। অচেনা হলেও, এক গ্লাস জল মহিলাকে খেতে দিয়েছিলেন গৃহবধূ। তখনই ঘটল বিপত্তি। জল খেতে দিতেই সর্বস্ব খোয়ালেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের বিজয় নগর থানার অন্তর্গত এলাকায়। গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, সেদিন তাঁর স্বামী ছিলেন না বাড়িতে। মুখে কাপড় ঢাকা অবস্থায় এক মহিলা এসেছিলেন। সঙ্গে ছিল একটি ব্যাগ। জল খেতে চেয়েছিলেন বলে, ঘরে বসিয়ে তাঁকে গ্লাসে করে জল দিয়েছিলেন। তখনই ব্যাগ থেকে এক বোতল বের করে তাঁর মুখে স্প্রে করেন। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাঁর সোনার কানের দুল, মঙ্গলসূত্র লুঠ করে পালিয়ে যান ওই মহিলা।
গৃহবধূ পুলিশের কাছে আরও জানিয়েছেন, তাঁর দুই ছেলেকে চকোলেট দিতে চেয়েছিলেন মহিলা। সম্ভবত সেগুলি খাইয়ে তাদেরও অজ্ঞান করতে চেয়েছিলেন। এর ঠিক একদিন আগেই ওই এলাকায় আরও এক বাড়িতে এভাবেই সোনার গয়না চুরি করেছিলেন এই মহিলা। পরপর এই চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মহিলার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
