আজকাল ওয়েবডেস্ক: কাজ সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতা এক তরুণীর। প্রকাশ্য দিবালোকে তরুণীকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি যুবকের। নগ্ন অবস্থায় পিছুও নিলেন। মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন ওই তরুণী। যে ঘটনাটি দেখেই শিউরে উঠেছেন সকলে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। জানা গেছে, কর্মক্ষেত্র থেকে বাড়িতে একাই ফিরছিলেন এক তরুণী। আচমকাই তাঁর পিছু নেন এক নগ্ন যুবক। গাড়িতে ছিলেন তিনি। নগ্ন অবস্থায় গাড়ি নিয়েই তরুণীর পিছু নেন। ভয়ে, আতঙ্কে সাহায্যের জন্য চিৎকার করেন তরুণী। যে মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

 

 আরও জানা গেছে, আতঙ্কের মাঝেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন তরুণী। চিৎকার করার সময় গলা কাঁপতে থাকে তাঁর। ভিডিওতে দেখা গেছে, তরুণী চিৎকার করে বলেন, 'প্লিজ আমায় সাহায্য করুন। আমি চিৎকার করছি। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছেন না।' 

 

ওই ভিডিওতেই তরুণী জানিয়েছেন, নগ্ন অবস্থায় ওই যুবক তাঁর পাশ থেকেই গাড়ি চালাচ্ছিলেন। বারবার গাড়িতে উঠে আসার জন্য কাকুতি মিনতি করেন। ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে। এমনকী ওই রাস্তায় একাধিক পথচারীও ছিলেন। তরুণীর চিৎকার শুনেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। 

 

ভয়াবহ অভিজ্ঞতার পর তরুণী থানায় অভিযোগ জানিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। এমনকী স্থানীয় পুলিশ, প্রশাসন এ বিষেয়ে এখনও কোনও মন্তব্য করেনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও বেঙ্গালুরুতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

 

প্রসঙ্গত, গত মাসে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল গুরুগ্রামে। পেশায় মডেল ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ ঘটনাটির বিবরণ দিয়েছেন। তাঁর কথায়, তিনি জয়পুর থেকে গুরুগ্রামে এসেছিলেন। গত ২ আগস্ট বেলা ১১টা নাগাদ রাজীব চক এলাকায় একটি ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন।‌ সেই সময় এক যুবক তাঁর থেকে খানিকটা দূরেই দাঁড়িয়ে ছিলেন। 

 

তরুণীর অভিযোগ, বাসস্ট্যান্ডে আরও অনেকেই দাঁড়িয়ে ছিলেন সেই সময়। কিন্তু ওই যুবক একটানা তাঁর দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করেন। কিছুক্ষণ পর তরুণীর কাছে এগিয়ে আসেন। এরপর ব্যাগটি বুকের সামনে রেখে, প্যান্টের চেন খুলে দেন। তরুণীকে দেখে ভরা রাস্তায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে হস্তমৈথুন করতে শুরু করে দেন তিনি। 

 

তরুণী লিখেছেন, 'বাসস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে যখন ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম, সেই সময়েই ওই যুবক আমার কাছে সরে আসেন। একনাগাড়ে আমার শরীরের দিকে তাকিয়ে ছিলেন। এরপর আমার দিকে তাকিয়ে প্যান্টের চেন খুলে, ব্যাগের আড়াল থেকে হস্তমৈথুন করতে শুরু করেন।' ভিডিওবার্তায় তরুণী আরও জানিয়েছেন, ঘটনার জেরে হকচকিয়ে যান তিনি। হতভম্ব হয়ে চিৎকার করতে পারেননি।‌ সেদিন আশেপাশের কাউকেই জানতে দেননি। কিন্তু পুলিশে অভিযোগ জানানোর পরেও, যথাযথ পদক্ষেপ তড়িঘড়ি করে করেনি তারা। 

 

তরুণীর আরও বক্তব্য, 'অনেকেই বলেছেন, আমার চিৎকার করে লোক জড়ো করা উচিত ছিল। চড় মারা উচিত ছিল। কিন্তু কেউই বুঝতে পারছেন না, এই ধরনের ঘটনার সময় একজন মেয়ের মনে কতটা ঝড় বয়ে যায়।' ঘটনাটির পরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি‌। কিন্তু পুলিশ অনলাইনে অভিযোগ নিতে অস্বীকার করে। 

 

তরুণী আরও জানিয়েছেন, 'আমি ঘরে পৌঁছেই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি লিখে জানাই। সেই পোস্টে পুলিশ, রাজ্য সরকার, এবং মহিলা সুরক্ষা কমিটিকেও ট্যাগ করেছিলাম। কিন্তু কেউ কোনও সাড়া দেননি। পুলিশের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানায়, থানায় এসে এফ আই আর দায়ের করতে হবে।‌ অনলাইনে অভিযোগ শুনবে না তারা।' 

 

পেশায় মডেল ওই তরুণী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ৩৮ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। ভিডিওটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।‌ যুবকের পরিচয়, নাম জেনে দ্রুত কড়া পদক্ষেপ করা হবে। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।‌ দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে‌।