সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় বলিউড গায়িকা প্রকৃতি! কেমন ছিল সাজ?
নিজস্ব সংবাদদাতা
২৫ জানুয়ারি ২০২৬ ১৬ : ৩৬
শেয়ার করুন
1
6
জনপ্রিয় গায়িকা প্রকৃতি কাক্কর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। গায়িকা আকৃতি ও সুকৃতি কাক্করের বোন প্রকৃতি তাঁর দীর্ঘদিনের প্রেমিক, উদ্যোক্তা বিনয় আনন্দকে বিয়ে করেছেন। রাজস্থানের জয়পুরের কাছে ঐতিহ্যবাহী ফোর্ট বারওয়ারায় ঘরোয়া অথচ রূপকথার মতো আয়োজনে সম্পন্ন হয় তাঁদের বিয়ে।
2
6
রবিবার, ২৫ জানুয়ারি নেটমাধ্যমে বিয়ের প্রথম ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন প্রকৃতি। ছবির সঙ্গে তিনি জানিয়ে দেন, ২৩ জানুয়ারি তাঁদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত পরিসরে বিয়েটি হলেও তার সৌন্দর্য ও আবেগ ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের মন।
3
6
বিয়ের অনুষ্ঠানে প্রকৃতি নজর কাড়েন গোলাপি লেহঙ্গা ও পান্না শোভিত গয়নায়। বিনয় পরেছিলেন আইভরি রঙের পরিপাটি পোশাক, যা অনুষ্ঠানের আবহের সঙ্গে ছিল মানানসই।
4
6
প্রকৃতির বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অভিনন্দনে ভরে ওঠে কমেন্ট বক্স। একাধিক তারকা ও পরিচিত মুখ তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান। বোন সুকৃতি আবেগঘন বার্তায় জানান তাঁর ভালবাসা ও শুভকামনার কথা।
5
6
এর আগে এক সাক্ষাৎকারে প্রকৃতি জানিয়েছিলেন, জয়পুরে বিয়ের পর দিল্লিতে পারিবারিক অনুষ্ঠান হবে। পাশাপাশি মুম্বইয়ে একটি রিসেপশনের আয়োজন করা হবে। যেখানে তাঁর সঙ্গীত জগতের বন্ধু ও সহকর্মীরা উপস্থিত থাকবেন।
6
6
২০২৫ সালের এপ্রিল মাসে লন্ডনে বাগদান সারেন প্রকৃতি ও বিনয়। পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎই বিনয় চমক দিয়ে বিবাহের প্রস্তাব দেন প্রকৃতিকে। সেই মুহূর্তের পরিকল্পনা সম্পূর্ণ গোপন রেখেছিলেন তাঁর দুই বোন আকৃতি ও সুকৃতি। এবার তাঁদের নতুন অধ্যায় শুরুর পালা।