আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যেই ঝামেলা হয়েছিল স্বামী-স্ত্রীর। একদিন পরেই স্বামীর স্কুলের সামনে গাছ থেকে উদ্ধার তাঁর স্ত্রী ও সন্তানের ঝুলন্ত দেহ। দেহ দু'টি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুন না আত্মহত্যা, তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কুন্নি গ্রামে। শুক্রবার সকালে গ্রামের এক সরকারি স্কুলের সামনে গাছ থেকে ৩৫ বছর বয়সি যুবতী ও সাত বছর বয়সি নাবালক সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর স্বামী ওই সরকারি স্কুলের শিক্ষক। বৃহস্পতিবার দু'জনের মধ্যে স্কুলেই ঝামেলা হয়েছিল। ঝামেলার পর স্বামী বাড়ি ফিরে গেলেও, স্কুলের পাশে বসে অপেক্ষা করছিলেন যুবতী ও তাঁর সন্তান। পরেরদিন সকালে স্কুলের সামনে গাছ থেকে দু'জনের দেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ডিভোর্সের মামলা নিয়ে প্রায়ই দু'জনের মধ্যে ঝামেলা হয়। বৃহস্পতিবার স্কুলের মধ্যে ঢুকে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান যুবতী। এর একদিন পরেই তাঁর ও সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, সন্তানকে খুন করে, গাছে ঝুলিয়ে তারপর আত্মঘাতী হয়েছেন যুবতী। কী কারণে এই চরম পদক্ষেপ তিনি করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
