আজকাল ওয়েবডেস্ক : প্যান কার্ড নিয়ে অনেকের মনেই এখন একটি বড় প্রশ্ন উঠেছে—এটি কি বৈধ থাকবে নাকি অকার্যকর হয়ে যাবে? বিশেষ করে, সরকারের সাম্প্রতিক নির্দেশিকা এবং বাধ্যতামূলক সংযুক্তিকরণের কারণে এই বিভ্রান্তি আরও বেড়েছে। প্যান ২. ০ আসার পর এই বিষয়টি নিয়ে আরও বেশি চিন্তা বেড়েছে। চলুন বিষয়টি পরিষ্কার করি।
সরকার প্যান কার্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে। এর লক্ষ্য হল কর ফাঁকি রোধ করা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনা। প্যান এবং আধার সংযুক্তিকরণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যাদের কাছে প্যান কার্ড রয়েছে তারা সেটা দিয়েই কাজ চালাতে পারবেন। আর যারা মনে করছেন নতুন প্যান কার্ড নেবেন সেটাও তারা করতে পারেন।
অকার্যকর প্যান দিয়ে আপনি আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না। প্যান প্রয়োজনীয় লেনদেন, যেমন বিনিয়োগ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বন্ধ হয়ে যেতে পারে। একটা বিষয় সবাই মনে রাখবেন যদি আধারের সঙ্গে সংযুক্ত থাকে আপনার প্যান কার্ড বৈধ এবং কার্যকর থাকবে। আর যদি সংযুক্ত না থাকে এটি অকার্যকর হয়ে যেতে পারে। তবে সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন করলে এটি পুনরায় সক্রিয় করা সম্ভব।
নতুন প্যান কার্ডে যে কিউআর কোড রয়েছে সেটা আপনার প্যান কার্ডের সুরক্ষা আরও বাড়াবে। কিছু বিশেষ ব্যক্তি, যেমন অ-নিবাসী ভারতীয়, প্যান-আধার সংযুক্তিকরণ থেকে ছাড় পেয়েছেন। কোনও ঝামেলা এড়াতে আপনার প্যান-আধার সংযুক্তিকরণ অবিলম্বে নিশ্চিত করুন।
যারা নতুন প্যান কার্ড নিতে চান তারা অবিলম্বে এর ওয়েবসাইট গিয়ে নিজের পুরোনো প্যান নম্বর দিয়ে নতুন প্যান কার্ডের আবেদন করুন। এটি আপনি নিজের মেইল থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্যান ২. ০ করতে আপনার খরচ পড়বে ৫০ টাকা। আর যদি ডাকযোগে এটি পেতে চান তাহলে আর ১৫ টাকা বেশি খরচ হবে।
