আজকাল ওয়েবডেস্ক: পুণের অভিজাত এলাকায় নৃশংস ঘটনা। ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের পর তাঁরই ফোনে সেলফি তুলল কুরিয়ার ডেলিভারি এজেন্ট। যাওয়ার সময় হুমকিও দিয়ে গেল, ‘আবার ফিরে আসব’। তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কী হয়েছিল বুধবার? পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা পুণের এক অভিজাত আবাসনের বাসিন্দা। বুধবার সন্ধ্যায় একটি কুরিয়ার আসে তাঁর কাছে। তরুণী যখন ওটিপি চেক করতে ভিতরে ঘরে যান, তখনই ঘরের মধ্যে ওই এজেন্ট ঢুকে যান বলে অভিযোগ। এর পরেই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত মহিলার মুখে কিছু একটা স্প্রে করে। এর ফলে তিনি অচৈতন্য হয়ে পড়েন। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে. ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার আগে, অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতার ফোনে একটি সেলফি তোলে এবং লিখে রেখে যায়, ‘আমি আবার আসব’।
পুণের ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিন্ডে জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় ধর্ষণ, একজন মহিলাকে আক্রমণ এবং অপরাধমূলক ভয় দেখানোর মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, “গতকাল, সন্ধ্যা ৭:৩০ টার দিকে, একজন ডেলিভারি বয় একটি ব্যাঙ্কের খাম নিয়ে ২২ বছর বয়সী এক মহিলার ফ্ল্যাটে পৌঁছয়। যখন ওই মহিলা কুরিয়ারের পিন নিতে ভিতরে যান, তখন তিনি দরজা বন্ধ করে দেন (এবং তাকে ধর্ষণ করেন)। অপরাধ শাখার পাঁচটি এবং পাঁচটি জোনাল টিম মোট দশটি দল এই মামলার তদন্ত করছে। মহিলা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অজ্ঞান ছিলেন। ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল (তার গায়ে কিছু স্প্রে করা হয়েছে কিনা) তা পরীক্ষা করার জন্য। মহিলার ফোনে একটি সেলফি পাওয়া গিয়েছে। আমরা সেটি খতিয়ে দেখছি।“
