আজকাল ওয়েবডেস্ক: আগামী বুধবার ২০২৫ সালের ১লা জানুয়ারি। ইংরেজি নতুন বছরের প্রথম দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, নাকি খোলা? তা নিয়েই অনেক গ্রাহকের মনে কৌতুহল রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এখনও পর্যন্ত নয়া বছরের ব্যাঙ্কের ছুটির সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। কিন্তু, ২০২৪ সালের ছুটির তালিকা অনুসরণ করে জানুয়ারিতে ব্য়াঙ্ক ছুটির তালিকা হয়েছে। সেই অনুসারে, চারটি রবিবার এবং দু'টি শনিবার যোগ করে ২০২৫ সালের জানুয়ারিতে মোট ১৫ দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে। 

নতুন বছরের প্রথম দিন ব্যাঙ্ক খোলা নাকি ছুটি?

২০২৪ সালের ছুটির তালিকা অনুসারে আইজল, চেন্নাই, গ্যাংটক, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা এবং শিলং-য়ে ১লা জানুয়ারি ব্য়াঙ্ক বন্ধ থাকার কথা। 
তবে, ভারতের জাতীয় পোর্টাল ১লা জানুয়ারিকে সীমাবদ্ধ ছুটি হিসাবে তালিকাভুক্ত করেছে এবং তা গেজেটেড নয়, তাই নতুন বছরের প্রথম দিনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে কিনা তা স্পষ্ট নয়।

তবে, ব্যাঙ্কগুলি বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য নেট এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাগুলি সক্রিয় থাকবে। এটিএম-ও ব্যবহার করতে পারবেন। 

মিজোরাম এবং সিকিম সরকার ৩১ ডিসেম্বরও ছুটি ঘোষণা করেছে। ফলে ১লা জানুয়ারির সঙ্গে বর্ষবিদায়ের দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে ওই দুই রাজ্যে।
আরবিআই-এর ব্যাঙ্ক ছুটির তালিকা

উল্লেখ্য, আরবিআই বিভিন্ন রাজ্যে নানা উৎসব এবং অনুষ্ঠানের ভিত্তিতে ছুটি ঘোষণা করে। আরবিআই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের বিধানের অধীন প্রতি বছর ব্যাঙ্কের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে। 

২০২৫ সালের জানুয়ারিতে ব্যাঙ্ক ছুটি কোনদিন?

- ১ জানুয়ারি বছর শুরুর দিন ব্যাঙ্ক ছুটি।
- ৬ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী।
- ১১ জানুয়ারি মিশনারি ডে।
- ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী।
- ১৩ জানুয়ারি লোহরি উৎসব।
- ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি।
- ১৫ জানুয়ারি থিরুভাল্লার ডে এবং টুসু উৎসব।
- ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন।
- ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস।
- ৩০ জানুয়ারি সোনাম লসার।