আজকাল ওয়েবডেস্ক: স্বামী ছাড়াও অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক থাকতেই পারে। তবে, পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক না হওয়া পর্যন্ত তাকে পরকীয়া বা ব্যাভিচার বলা যাবে না। জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। এক মামলার প্রেক্ষিতে স্ত্রীর পরকীয়া সম্পর্ক প্রসঙ্গে স্বামীর যুক্তি ছিল যে, তাঁর স্ত্রী অন্য কোনও ব্যক্তির প্রেমে পড়েছিলেন, তাই সে ভরণপোষণ পাওয়ার যোগ্য নন। আদালত এ যুক্তি খারজি করে দিয়েছে।
বিচারপতি জিএস আলুওয়ালিয়া জানিয়েছেন যে, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে কোনও মহিলার ভালোবাসার সম্পর্ক থাকতে পারে। তবে সেটিকে পরকীয়া তখনই বলা যাবে যখন দু'জনের মধ্যে শারীরিক সম্পর্ক থাকবে। আর তা না হলে কোনওভাবেই সাধারণ প্রেমের সম্পর্ককে পরকীয়া হিসাবে গণ্য করা যায় না। বিচারপতির মতে, "ব্যভিচারের সঙ্গে অবশ্যই যৌন মিলন জড়িত।"
পারিবারিক আদালত, স্ত্রীকে ৪ হাজার টাকা করে অন্তর্বর্তীকালীন ভরণপোষণ দেওয়ার নির্দেশের বিরুদ্ধে স্বামীর করা একটি পুনর্বিবেচনার আবেদনের শুনানি করছিল মধ্যপ্রদেশ আদালত।
উচ্চ-আদালতের আরও পর্যবেক্ষণ যে, "স্বামীর স্বল্প আয় ভরণপোষণ অস্বীকার করার মানদণ্ড হতে পারে না।" যদি আবেদনকারী এমন একটি মেয়েকে বিয়ে করে থাকেন যিনি পুরোপুরি জানেন যে তিনি নিজের দৈনন্দিন চাহিদা পূরণ করতেও সক্ষম নন, তাহলে তার জন্য তিনি নিজেই দায়ী। কিন্তু যদি তিনি একজন সুস্থ ব্যক্তি হন তবে তাঁকে স্ত্রীর ভরণপোষণ বা ভরণপোষণের পরিমাণ জোগানোর জন্য কিছু উপার্জন করতেই হবে।
