আজকাল ওয়েবডেস্ক: মদ্যপান আর বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা চলছিল। সাংসারিক অশান্তির মাঝেই চরম পদক্ষেপ করল স্ত্রী। রাগের বশে স্বামীর যৌনাঙ্গ ইট দিয়ে থেঁতলে দিল। আঘাত করতে করতে খুন করল স্বামীকে। চাঞ্চল্যকর এই ঘটনায় শিউরে উঠেছেন প্রতিবেশীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকুর জেলায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্বামীকে খুনের অভিযোগে কামলি পাহাদিন নামের যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিহত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, সেদিন রাতে স্বামীর সঙ্গে কামলির তুমুল ঝামেলা চলছিল। স্বামীর মদ্যপান ঘিরে অশান্তি শুরু করেছিল সে। অন্যদিকে কামলির বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে কটূক্তি করতে শুরু করেন তার স্বামী। ঝামেলা চলাকালীন কাকলিকে দুশ্চরিত্র, লম্পট বলে বারবার কটূক্তি করেন। স্বামীর মুখে কটূক্তি শুনেই মেজাজ হারায় সে।
বাড়ির বাইরে থেকে ইট এনে স্বামীর মাথায় ও যৌনাঙ্গে বারবার আঘাত করে। ইট দিয়ে রীতিমতো থেঁতলে দেয় স্বামীর যৌনাঙ্গ। রক্তাক্ত অবস্থায় ঘরেই লুটিয়ে পড়েন যুবক। কিছুক্ষণেই তাঁর মৃত্যু হয়। চিৎকার, চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। দৃশ্য দেখেই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কামলিকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
