আজকাল ওয়েবডেস্ক: কখন যে আপনার টাকার দরকার হঠাৎ করে পড়বে সেটা কেউই বলতে পারেন না। তাই আগে থেকে যদি সতর্ক হয়ে চলতে পারেন তাহলে নিজেকে এই হঠাৎ আসা সমস্যা থেকে বাঁচাতে পারেন। সেখানে কার্যকরী হিসাবে থাকে এমারজেন্সি ফান্ড। সেখানে আপনি প্রতি মাসের কিছুটা টাকা বাঁচিয়ে রাখতে পারেন। যখন আপনার খারাপ সময় আসবে তখন দেখা যাবে অতি সহজেই আপনি সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে বের করেছেন।

 

বিশেষজ্ঞদের মতে, যদি আগে থেকেই নিজের এমারজেন্সি ফান্ড নিয়ে চিন্তা করেন তাহলে অতি সহজেই আপনি সেটা নিয়ে ভাবার সময় পাবেন। ভারতের মত জনবহুল দেশে সবথেকে বেশি সমস্যা তৈরি করে বিভিন্ন খাত। এগুলি স্বাস্থ্য থেকে শুরু করে বিবাহ, পড়াশোনা সবই হতে পারে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে দরকার একটি সেভিংস অ্যাকাউন্ট। সেখানে আপনি প্রতি মাসে কিছুটা করে টাকা রাখতে পারেন।

 

যদি আপনার হঠাৎ করে টাকার দরকার পড়ে তাহলে সেখান থেকে সহজেই টাকা তুলে কাজ করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে এই সেভিংস অ্যাকাউন্ট থেকে কখনই যেন আপনি টাকা না তোলেন। এখান থেকে টাকা তুলতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে নিজের দরকারি সময়ের জন্য। যদি যেকোনও সমস্যায় এখান থেকে টাকা তুলতে থাকেন তাহলে দেখা যাবে যখন আপনার সবথেকে বেশি টাকা দরকার সেই সময় আপনার হাতে কিছুই নেই। পরিবারে যিনি আয় করেন তিনি এই দায়িত্ব সবথেকে বেশি নিতে পারেন।

 

তার হাতেই এই সিদ্ধান্ত দেওয়া হোক কখন এখান থেকে টাকা তুলতে হবে। প্রতিটি আর্থিক বছর শুরুর সময় থেকেই এই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। তাহলে দেখা যাবে গোটা বছর ধরে আপনাকে চিন্তা করতে হবে না। যখন নিজের দরকার হবে তখন অতি সহজেই আপনি নিজের টাকা থেকেই সেই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন।