আজকাল ওয়েবডেস্ক: নিঃসন্দেহে তাজমহল বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। এই বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। ১৭ শতকের মোঘল স্থাপত্যটি সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মরণে নির্মাণ করেছিলেন। তাজমহল প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে এবং এটি বিশ্বব্যাপী সর্বাধিক পরিদর্শন করা স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। এর মনোমুগ্ধকর সৌন্দর্য সত্ত্বেও, তাজমহল নানা রহস্যে পরিপূর্ণ। আপনি কি জানেন যে তাজমহল যে জমিতে নির্মিত তার প্রথম মালিক কে ছিলেন? আসুন জেনে নেওয়া যাক।
মোঘল স্থাপত্যটির জন্য নির্বাচিত জমি ছিল মির্জা-রাজা জয় সিংহের (আম্বরের কাচওয়াহা রাজপুতদের) বাসস্থান। আব্দুল হামিদ লাহোরির 'পাদশাহনামা'য় দুর্দান্ত গম্বুজবিশিষ্ট ভবন হিসেবে বর্ণনা করা রয়েছে জয় সিংহের বাসস্থানটির।
কাজভিনি 'পাদশাহনামা' অনুসারে, জয় সিং তাজমহলের জন্য একটি জমি দান করেছিলেন। আগে সেখানে তাঁর দাদা রাজা মান সিং-এর একটি বাড়ি ছিল।
প্রাথমিকভাবে নান মোঘল নথি এবং পুঁথি অনুযায়ী, শাহজাহান যে সম্পত্তিতে তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন, সেটি কাচওয়াদের ছিল। জমিটি প্রথমে মান সিং-এর ছিল এবং পরে তিনি নাতি জয় সিং-কে দিয়ে যান।
নানা ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় যে, সম্রাটের প্রতি আনুগত্য প্রদর্শন করতে জয় সিং শাহজাহানকে সম্পত্তিটি দিয়ে দিয়েছিলেন।
নদীর তীরবর্তী জমির ক্ষতিপূরণ হিসেবে শাহজাহান জয় সিং-কে চারটি ভিলা প্রদান করেন। জানা গিয়েছে, সেই সম্পত্তিগুলি পূর্বে রাজা ভগবানদাস, মাধো সিং, রূপসী বৈরাগী এবং চাঁদ সিং (সূরজ সিংহের পুত্র) এর মালিকানাধীন ছিল।
নানা ঐতিহাসিক নথি, যার মধ্যে রয়েছে সরকারি মোঘল ফরমান, লাহোরির পাদশাহনামা, কাজউইনির লেখা এবং অন্যান্য উৎস থেকে শাহজাহান এবং জয় সিংহের মধ্যে সম্পত্তি লেনদেন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা গিয়েছে।
