আজকাল ওয়েবডেস্ক: ধর্মীয় বৈচিত্র্যের দেশ ভারত। এ দেশের  প্রায় প্রতিটি রাজ্যে মুসলিম জনসংখ্যা বাস, তবে তাদের জনসংখ্যা রাজ্যভেদে ভিন্ন। এই প্রতিবেদনে, আমরা ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুসলিম জনসংখ্যার বন্টনে নজর দেব।

উত্তরপ্রদেশ দেশের সবচেয়ে জনবহুল রাজ্য, এখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, উত্তর প্রদেশের মোট জনসংখ্যা ছিল প্রায় ২০ কোটি। এ রাজ্যে প্রায় ৩৮.৪ মিলিয়ন মুসলিমের বাস, যা মোট জনসংখ্যার প্রায় ১৯.২৬ শতাংশ। সুতরাং, ভারতের যেকোনও রাজ্যের তুলনায় উত্তর প্রদেশে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, সেখানকার প্রায় পুরো জনসংখ্যা ইসলাম ধর্ম পালন করে। এই অঞ্চলে বসবাসকারী প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৯৭ জন ইসলাম ধর্ম পালন করে। তবে, যদিও মোট জনসংখ্যা খুবই কম, ২০১১ সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপে ৬৪,৪৭৩ জন ছিল। এর মধ্যে ৬২,২৬৮ জন মুসলিম ছিলেন, যা জনসংখ্যার ৯৬.৫৮ শতাংশ।

দেশে মুসলিমদের বসবাসের নিরিখে লাক্ষাদ্বীপের পরেই হল কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরের স্থান। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুসারে, (যখন জম্মু ও কাশ্মীর এখনও একটি পূর্ণ রাজ্য ছিল), এর মোট জনসংখ্যা ছিল প্রায় ১ কোটি ২৫ লক্ষ, যার মধ্যে ৮৫.৬৭ লক্ষ ছিল মুসলিম, যা মোট জনসংখ্যার প্রায় ৬৮.৩১ শতাংশ। ২০১৯ সালে, ভারত সরকার জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠন করে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে এবং লাদাখকে একটি পৃথক সত্তা হিসেবে মনোনীত করে।

বসবাসের নিরিখে অসমের মোট জমসংখ্যার ৩৪.২২ শতাংশই মুসলমান। মুসলিমদের বসবাসের নিরিখে দেশে তৃতীয় অসম। তার আগে পশ্চিমবঙ্গ (২৭.০১) এবং কেরল (২৬.৫৬) রয়েছে। 

মুসলমানদের বসবাসের শতাংশের নিরিখে উত্তরপ্রদেশ (১৯.২৬), বিহার (১৬.৮৭), ঝাড়খণ্ড (১৪.৫৩), উত্তরাখণ্ড (১৩.৯৫), কর্নাটক (১২.৯২), দিল্লি (১২.৮৬) এবং মহারাষ্ট্রে (১১.৫৪) ১০ শতাংশের বেশি মুসলিম জনসংখ্যা।

দেশের অন্যান্য সমস্ত রাজ্যে, মুসলমানরা মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম।

সবচেয়ে কম মুসলিম জনসংখ্যার রাজ্যগুলির মধ্যে রয়েছে মিজোরাম (১.৩৫ শতাংশ) এবং সিকিম (১.৬২শতাংশ)। বৃহত্তর রাজ্যগুলির মধ্যে, পাঞ্জাবে মুসলিমদের সংখ্যা সবচেয়ে কম, সেই রাজ্যে মাত্র ১.৯৩ শতাংশ বাসিন্দা ইসলাম ধর্ম অনুসরণ করে।

গুজরাট (৯.৬৭ শতাংশ), অন্ধ্র প্রদেশ (৯.৫৬ শতাংশ), রাজস্থান (৯.০৭ শতাংশ), ত্রিপুরা (৮.৬০ শতাংশ), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৮.৫২ শতাংশ), মণিপুর (৮.৪০ শতাংশ), গোয়া (৮.৩৩ শতাংশ), দমন ও দিউ (৭.৯২ শতাংশ), হরিয়ানা (৭.০৩ শতাংশ), মধ্যপ্রদেশ (৬.৫৭ শতাংশ), পুদুচেরি (৬.০৫ শতাংশ) এবং তামিলনাড়ু-তে (৫.৮৬ শতাংশ) মুসলিম জনসংখ্যা ১০ শতাংশের নীচে রয়েছে।

৫ শতাংশের এর কম মুসলিম জনসংখ্যার রাজ্যগুলির তালিকায় চণ্ডীগড় শীর্ষে, ৪.৮৭ শতাংশ, এরপরে রয়েছে মেঘালয় (৪.৪০ শতাংশ), দাদরা ও নগর হাভেলি (৩.৬৭ শতাং), নাগাল্যান্ড (২.৪৭ শতাংশ), হিমাচল প্রদেশ (২.১৮ শতাংশ), ওড়িশা (২.১৭ শতাংশ), ছত্তিশগড় (২.০২ শতাংশ) এবং অরুণাচল প্রদেশ (১.৯৫ শতাংশ)।