আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার শিকার ২৫ পর্যটক-সহ ২৬ জন। ভূস্বর্গে ঘুরতে গেলে যাতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিৎ করা যায় তার জন্য আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী বিশাল তিওয়ারি। সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই ধরনের মামলায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। জনস্বার্থের বদলে মামলাকারীর লক্ষ্য জনপ্রিয়তা পাওয়া বলেই জানিয়েছেন বিচারপতিরা।
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর একটি বেঞ্চ জনস্বার্থ মামলা দায়ের করার জন্য অ্যাডভোকেট বিশাল তিওয়ারিকে ভর্ৎসনা করেছে। বলেছে যে, এই জনপ্রিয়তার লক্ষ্যেই এই জনস্বার্থ মামলা করা হয়েছে।
বিচারপতি সূর্য কান্ত আইনজীবী বিশাল তিওয়ারিকে বলেন, "আপনি কেন এই ধরণের জনস্বার্থ মামলা দায়ের করেছেন? আপনার আসল উদ্দেশ্য কী? আপনি কি বিষয়টির সংবেদনশীলতা বুঝতে পারছেন না? আমার মনে হয়, আপনি এই জনস্বার্থ মামলা দায়ের করার জন্য কিছু দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দাবি করছেন।"
পাল্টা আবেদনকারী তথা আইনজীবী তিওয়ারি বলেন যে, জম্মু ও কাশ্মীরের পর্যটকদের লক্ষ্যবস্তু করা হয়েছে, তাই তিনি পর্যটকদের নিরাপত্তার জন্য আদালতের নির্দেশ চাইছেন।
বেঞ্চ তার আদেশে বলেছে, "আবেদনকারী একের পর এক জনস্বার্থ মামলা দায়ের করছেন, যার প্রাথমিক লক্ষ্য জনস্বার্থে কোনও আগ্রহ না রেখে জনপ্রিয়তা ও প্রচার লাভ করা।"
২২শে এপ্রিল সন্ত্রাসবাদীরা অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'বৈসরনে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই অন্যান্য রাজ্যের পর্যটক।
এই ঘটনা ভারত-পাকিস্তানের উত্তেজনা বাড়িয়ে দিয়েছেয, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন যে, খুনিদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত অনুসরণ করা হবে। এবং তাদের খুঁজে বার করে শাস্তি বিধান করা হবে।
