আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে বর্তমানে ভোটার তালিকার এসআইআর বা নিবিড় সংশোধন পর্ব চলছে। গণনা প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তারপর শুরু হয়েছে শুনানির পর্ব। এই পর্বে নির্বাচন কমিশন ভোটারদের ডাকতে শুরু করেছে। তাঁদের নথি দেখাতে বলা হচ্ছে। এর পাশাপাশি বেশ কিছু প্রশ্নও করা হচ্ছে। নির্বাচন কমিশন বলছে, তবেই ভোটার তালিকায় তাঁদের নাম রাখা সম্ভব হবে। অন্যথায়, তাঁদের নাম বাদ দেওয়া হতে পারে।
কতজন ভোটারকে ডাকা হচ্ছে?
জানা যাচ্ছে, নির্বাচন কমিশন আপাতত প্রায় ৩৪ লক্ষ ভোটারকে ডাকতে চলেছে। এই সমস্ত ভোটারই আনম্যাপড। অর্থাৎ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই। এমনকী তাঁদের বাবা-মা বা দাদু-দিদার নামও ভোটার তালিকায় অনুপস্থিত। আর সেই কারণেই নির্বাচন কমিশন প্রথমে তাঁদের ডাকছে।
এছাড়াও, কমিশন আরও হাজার হাজার সন্দেহভাজন ভোটারকে চিহ্নিত করেছে। জানা যাচ্ছে, তাঁদেরও এসআইআর শুনানির জন্য ডাকা হবে।
নোটিশ জারি
মনে রাখতে হবে, শুনানির জন্য ভোটারের নামে দু'টি নোটিশ জারি করা হবে। একটি নোটিশ সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে। আরেকটি নোটিশ দেওয়া হবে সংশ্লিষ্ট বিএলও-কে। নোটিশ পাওয়ার পর কমিশন ভোটারকে শুনানিতে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় দেবে। সেই অনুযায়ী তারিখ দেওয়া হবে।
শুনানি কোথায় হচ্ছে?
শুনানি হবে জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসের মতো জায়গায়। নোটিশে উল্লেখ থাকবে কোথায় শুনানি হবে। ভোটারদের সেই নির্দিষ্ট স্থানে যেতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানির স্থানে একাধিক টেবিল থাকবে। প্রতিটি টেবিলে একদিনে সর্বোচ্চ ১০০ জনের শুনানি হবে। এরপর সেই সমস্ত তথ্য আপলোড করা হবে।
শুনানিতে উপস্থিত হতে না পারলে কী হবে?
নির্বাচন কমিশন শুনানির জন্য একটি তারিখ দেবে। ভোটারকে সেই দিনই যেতে হবে। তাঁকে নির্দিষ্ট নথি নিয়ে উপস্থিত হতে হবে। কমিশনের পক্ষ থেকে কোনও প্রশ্ন করা হলে তার উত্তর দিতে হবে।
তবে, এমনটা হতেই পারে যে তিনি সেই দিন উপস্থিত থাকতে পারলেন না। এমন পরিস্থিতিতে শুনানির তারিখ পরিবর্তন করা যেতে পারে। কিন্তু তারিখ পরিবর্তনের জন্য আপনাকে একটি বৈধ কারণ দেখাতে হবে।
একইভাবে, আপনি চাইলে শুনানির তারিখ আগেও পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে, আপনি আপনার বিএলও-র সঙ্গে কথা বলে তারিখ পরিবর্তন করতে পারবেন।
তবে, নির্বাচন কমিশন জানিয়েছে যে, কোনও বিশেষভাবে সক্ষম ব্যক্তি, গর্ভবতী ব্যক্তি বা ৮৫ বছরের বেশি বয়সী ব্যক্তির ক্ষেত্রে শুনানি সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতেই হতে পারে।
