আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আগেই পাত্রের বাড়িতে একগুচ্ছ উপহার পৌঁছে দেন হবু শ্বশুর। দামি আসবাবপত্র থেকে শুরু করে তাঁর নিত্য প্রয়োজনীয় বহু জিনিসপত্র তিনি উপহার দিয়েছিলেন। কিন্তু সেসবের কোনওটাই পছন্দ হয়নি পাত্রের। এখানেই বিষয়টি থেমে ছিল না। পাত্রীকে উপহার দেখে কটূক্তিও করেন তিনি। যার পরেই কড়া পদক্ষেপ করলেন তরুণী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় পাত্র ও পাত্রীর কথোপকথনের একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, পাত্র পেশায় শিক্ষক। ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে পাত্রী পেশায় একজন সরকারি কর্মী। দিন কয়েক পরেই তাঁদের বিয়ের দিনক্ষণ স্থির ছিল। কিন্তু পাত্রের আসল মানসিকতা প্রকাশ্যে আসতেই বিয়ে ভাঙার ঘোষণা করেন পাত্রী।
জানা গিয়েছে, পাত্রীর বাবা একগুচ্ছ দামি উপহার পাত্রের বাড়িতে পাঠিয়েছিলেন। কিন্তু উপহারের গুণমান দেখে পছন্দ হয়নি পাত্রের। যা সোজাসুজি জানিয়ে দেন পাত্রীকে। কটুক্তি করে জানান, এমন নিম্নমানের সামগ্রী উপহার হিসেবে না দিলেই তিনি খুশি হতেন।
উপহার পেয়ে খুশি হওয়া তো দূরের কথা, তুচ্ছতাচ্ছিল্য দেখে পাত্রী কড়া পদক্ষেপ করেন। বিয়ের দিন কয়েক আগেই তা ভাঙার সিদ্ধান্ত নেন। পাত্রীর এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।
