আজকাল ওয়েবডেস্ক: এবার ভিস্তারার বিমানে বোমাতঙ্ক। দিল্লি থেকে লন্ডনগামী বিমানে আতঙ্ক ছড়িয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিমানটি জরুরি অবতরণ করে। যাত্রীদের নামিয়ে আনা হয়। গোটা বিমানটি আপাতত তল্লাশি চালানো হচ্ছে। এরপর সেটিকে গন্তব্যের উদ্দেশে পাঠানো হবে। এই নিয়ে গত কয়েক দিনে অন্তত ২০ টি বিমানে ৩৫ এর বেশি হুমকি বার্তা এল।
জানা গেছে, ভিস্তারার ইউকে১৭ বিমানটি শুক্রবার দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝ আকাশে বোমার হুমকি পাইলটের কানে পৌঁছয়। বিমানে বোমা রাখা আছে বলে খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। যাত্রীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এর পরেই পাইলট বিমানের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। নিকটবর্তী শহর জার্মানির ফ্রাঙ্কফুর্টেই বিমানটিকে অবতরণ করানো হয়। শনিবার সকালে বিমান সংস্থার তরফে জানানো হয়, লন্ডনগামী বিমানটি ফ্রাঙ্কফুর্টে নির্বিঘ্নে অবতরণ করেছে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা চলছে। নিরাপত্তা সংস্থার সবুজ সঙ্কেত পেলে ফের বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করবে। অন্যদিকে, শনিবার আবার জয়পুর থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বোমাতঙ্ক ছড়ায়। সকাল ৬টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল বিমানটির। কিন্তু বোমাতঙ্কের জেরে এক ঘণ্টারও বেশি দেরিতে ছাড়ে সেটি। তবে তল্লাশিতে কিছুই মেলেনি।
এদিকে, শুক্রবার বেঙ্গালুরু থেকে মুম্বইগামী আলাস্কা এয়ারের বিমান কিউপি১৩৬৬ ওড়ার কয়েক মুহূর্ত আগে হুমকি পায়। ওই বিমানেও বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে গোটা বিমানে তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। পরে যাত্রী–সহ বিমানটি রওনা দেয়। এই নিয়ে ২৪ ঘণ্টায় তিনটি বিমানে বোমাতঙ্ক ছড়াল।
