আজকাল ওয়েবডেস্ক: গাড়ি টেনে নিয়ে যাচ্ছে গরু! হ্যাঁ সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। রাজস্থানের দিদওয়ানা জেলার কুচমান শহরের দৃশ্য। কুচমান পুরসভার বিরোধী নেতা অনিল সিং মেদতিয়া আগের বছর একটি বৈদ্যুতিক গাড়ি কিনেছিলেন। কিন্তু ব্যাটারি পুরো চার্জ দিয়ে বার হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। প্রায়শই এই পরিস্থিতির শিকার হচ্ছিলেন তিনি। উপায় না দেখে গরুকে দিয়ে গাড়িটিকে টেনে নিয়ে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছন অনিল। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রে খবর, ২০২৩ সালে এই গাড়িটি কিনেছিলেন অনিল। এর পর থেকেই নানা সমস্যার সম্মুখীন হন তিনি। যখন তখন বন্ধ হয়ে যেত গাড়িটি। অনিলের দাবি, ১৬ বার সারাইয়ের পরেও সমস্যার সমাধান হয়নি।
आज डीडवाना में कुचामन नगर परिषद के प्रतिपक्ष नेताजी की इलेक्ट्रिक कार ???? ने जब रास्ते में धोखा दिया, तब बैलों ने जिम्मेदारी संभाली..!!
— Vinod Bhojak (@VinoBhojak)
टेक्नोलॉजी और नागौरी बैलों का ऐसा अनोखा जुगाड़ सिर्फ राजस्थान में ????+???? = ???? @8PMnoCM #Rajasthan #Didwana #Kuchaman #Nagaur @arvindchotia pic.twitter.com/jJ0F6oiF4ATweet by @VinoBhojak
ভিডিয়োয় দেখা গিয়েছে, অনিলের ইলেকট্রিক গাড়ির সামনে দুটো গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে তাদের। সেই গাড়িটি টেনে নিয়ে যাচ্ছে গরু দু’টি। মাঝপথে অনিলের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। ঘটনাটি বেশ কয়েকদিন আগের। ভিডিওটি দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। একজন লিখেছেন, 'গরুই বাঁচাল শেষ পর্যন্ত।'
সম্প্রতি ঢোলপুর জেলাতেও একই রকম ঘটনা ঘটেছিল। এক কৃষক তাঁর ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। ওই কৃষকের অভিযোগ ছিল, ট্রাক্টর সংস্থার পরিষেবায় তিনি তিতিবিরক্ত। বার বার বলার পরেও সমস্যা সমাধান হয়নি। সংস্থার তরফ থেকেও কোনও সহযোগীতা মেলেনি। এর পরেই তিনি এই পদক্ষেপ করেন।
