আজকাল ওয়েবডেস্ক: বিহার থেকে উঠে এসেছে এক অদ্ভুত ও মজাদার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মোবাইল ফোনে ভোজপুরি আইটেম ডান্স চলাকালীন পাশে এসে থেমে যায় একটি সাপ। মোবাইল স্ক্রিনে একজোড়া নায়ক-নায়িকার রোমান্টিক নাচের দৃশ্য চলছে, আর সাপটি যেন পুরো মন দিয়ে সেই দৃশ্য উপভোগ করছে।

ঘটনাটি ভাইরাল হতেই ফেসবুকে উঠে আসে নানা মজার মন্তব্য। কেউ বলছেন, সাপটি হয়তো নিজের বোনের পারফরম্যান্স দেখতে এসেছে। আবার কেউ বলছেন, সব পুরুষই ভিতরে এক — সাপ হলেও ব্যতিক্রম নয়! একজন ব্যবহারকারী লিখেছেন, গানটি এতটাই বিষাক্ত ছিল যে সাপটাই বিভ্রান্ত হয়ে পড়েছিল। আরেকজনের বক্তব্য, ভোজপুরি গান এখন সাপের বিষ থেকেও বেশি বিপজ্জনক।

তবে ভিডিও দেখে কিছুজন জানিয়েছেন এটি আদৌ বিষধর সাপ নয়, সম্ভবত একটি নিরীহ র‍্যাট স্নেক। তার পরও সাপের এমন আচরণ নিয়ে উৎসাহ এবং কৌতুকের অন্ত নেই। এই ঘটনাটি একদিকে যেমন বিনোদনের খোরাক জুগিয়েছে, অন্যদিকে তা ঘিরে তৈরি হয়েছে মজার এক আলোচনার জোয়ার—সংস্কৃতি ও প্রাণিজগতের সংযোগ কি সত্যিই সম্ভব, নাকি সাপটিও ক্লান্ত হয়ে একটু ‘আইটেম’ বিশ্রাম নিতে চেয়েছিল?

ভিডিওটি আপাতত হাজার হাজার শেয়ার, লাইক ও মন্তব্য পেয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনও প্রাণীই ভাইরাল ‘স্টার’ হয়ে উঠতে পারে, তারই এক নিদর্শন হয়ে রইল এই সাপ-আইটেম গান সংযোগ।