আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বাইকে অন্তরঙ্গ এক যুগল। বাইক চালাতে চালাতেই আপত্তিকর অবস্থায় দেখা গেল ওই যুগলকে। ব্যস্ত হাইওয়েতে চলন্ত বাইকে যুগলের এহেন কীর্তিতে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। এবার তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই জেলার মাতগুয়ান থানার অন্তর্গত সাগর- কানপুর হাইওয়েতে এক যুগলকে চলন্ত বাইকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। চলন্ত বাইকের সিটে বসে কখনও গভীর চুম্বন, কখনও হাত ছড়িয়ে, শরীর বের করে স্টান্ট দেখানোয় ব্যস্ত ছিলেন। 

 

ভিডিওটি তোলেন ওই পথচলতি কয়েকজন লোক। বাইকের পিছনেই এক গাড়ি যাচ্ছিল। সেই গাড়ির ভিতর থেকে কয়েকজন ভিডিওটি তোলেন। ভিডিওটিতে দেখা গেছে, চলন্ত বাইকে তিনজন ছিলেন।‌ পিছনের সিটে বসেছিলেন এক তরুণী। কারো মাথায় হেলমেট ছিল না। তরুণী ও বাইক চালকের মাঝে একজন যুবক বসেছিলেন। সেই যুবকের সঙ্গে তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। 

 

পুলিশ জানিয়েছে, তিনজনেই একাধিক আইন ভেঙেছে। তিনজনের এক বাইকে হাইওয়েতে চলাচল করা নিষিদ্ধ। হেলমেট ছাড়া বাইক চালানোও অপরাধ। পাশাপাশি চলন্ত বাইকে স্টান্ট দেখানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তিনজনের বিরুদ্ধেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই তিনজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে রাজনীতিকরাও। হাইওয়েতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা ঘিরে নজরদারি চালানোর আর্জি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটি দেখে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

 

আরও পড়ুন: মাঝ রাতে কার সঙ্গে কথা বলে মা? ফোনেই সারাক্ষণ ব্যস্ত, সন্দেহ হয়েছিল দুই ছেলের, ফাঁকা বাড়িতে শেষমেশ ভয়ঙ্কর কাণ্ড

 

প্রসঙ্গত, চলতি বছরে জুন মাসেও এমন একটি ঘটনা ঘটেছিল। চলন্ত বাইকে ভয়ঙ্কর স্টান্ট। হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে ছুটছে বাইক। চালকের আসনে এক যুবক। ঠিক তার সামনে মুখোমুখি বসে রয়েছেন তাঁর প্রেমিকা। চলন্ত বাইকেই মুখোমুখি জাপটে জড়িয়ে ধরে বসে আছেন তাঁরা। এর জেরে হাজার হাজার টাকা জরিমানা দিতে হল যুগলকে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানিয়েছে, গত রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ওই সড়কেই স্টান্ট দেখায় এক যুগল। বাইকে মুখোমুখি জড়িয়ে ধরে তাঁরা যাচ্ছিলেন। বাইকের তেলের ট্যাঙ্কে বসেছিলেন তরুণী। তিনিই যুবককে জড়িয়ে ধরেছিলেন। 

 

পথচলতি সাধারণ মানুষ বিষয়টি দেখেই চমকে যান। ওই সড়কেই গাড়িতে বসে এক ব্যক্তি যুগলের কাণ্ডটি ভিডিও করেন। তারপর থানায় ভিডিওটি পাঠান। এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজেও যুগলের ভয়ঙ্কর স্টান্ট ধরা পড়েছে। রবিবার দুপুরেই তাঁদের ডেকে পাঠানো হয়। ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ট্রাফিক আইন ভঙ্গ, বেপরোয়া গতিতে বাইক চালানো, হেলমেট ছাড়া বাইকে চড়া সহ একাধিক নিয়ম ভঙ্গের জেরে যুগলকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।