আজকাল ওয়েবডেস্ক: বিয়ের অনুষ্ঠান ঘিরে তুমুল উন্মাদনা থাকে পাত্র-পাত্রী দুইপক্ষের আত্মীয়দের। নানা পরিকল্পনা শেষে কয়েক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি। বিয়ের সাজপোশাকের পাশাপাশি বিয়ের আসর সাজানো ঘিরেও থাকে নানা পরিকল্পনা। মনের মতো ফুল, আলোয় সেজে ওঠে আসর। হাজার হাজার টাকা ব্যয় হয়ে এর পিছনে। কিন্তু এক বিয়েবাড়িতে বরযাত্রীদের তুমুল নাচের জেরে ধ্বংসস্তূপে পরিণত হল গোটা বিয়ের আসর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিয়েবাড়িতে বরযাত্রীদের তুমুল নাচের ভিডিও। উদ্দাম নাচ দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বরযাত্রীরা তুমুল নাচে রীতিমতো মত্ত। নাচের মাঝে একে অপরকে ছুড়ে মারছেন চেয়ার, টেবিল। এমনকী খাবার টেবিলে রাখা প্লেট, গ্লাস পর্যন্ত ছুড়ে ছুড়ে মাটিতে ফেলছেন।
এখানেই শেষ নয়। নাচতে নাচতে কয়েকজন যুবক মাটিতে রাখা কার্পেট পর্যন্ত তুলে ফেলেন। কেউ কেউ খুঁটি ধরে উপরে উঠে ছিঁড়ে ফেলেন প্যান্ডেলের কাপড়। নাচতে নাচতে খুলে ফেলেন জামাকাপড়। বরযাত্রীদের এমন নাচের জেরে, কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় বিয়ের আসর।
নাচের ভিডিওটি হু-হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ৪৪ মিলিয়ন মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন। নাচের ভিডিও দেখে অনেকেই হাসতে হাসতে লুটিয়ে পড়েছেন। আবার একাংশের নেটিজেনরা উষ্মা প্রকাশ করেছেন। এভাবে উন্মত্তের মতো নাচের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ঘিরেই বিরক্ত প্রকাশ করেছেন অনেকে।
