আজকাল ওয়েবডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে বিয়ের অনুষ্ঠান মানেই আড়ম্বর, ঐতিহ্য। বিয়েতে বরকে নগদ টাকার মালা পরানো বহু পুরোনো রীতি, বিশেষত হরিয়ানা ও রাজস্থানের কিছু অঞ্চলে। তবে সম্প্রতি রাজস্থানের ভিওয়াড়ির চুহাদপুর গ্রামে এই রীতি পালন করতে গিয়ে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। আমির নামক এক যুবকের বিয়েতে বরপক্ষের আত্মীয়রা একটি টাকার মালা ভাড়া করেছিলেন। ১০ হাজার কিংবা ২০ হাজার নয় এই মালাটির মোট মূল্য ছিল প্রায় ১৪.৫ লক্ষ।
মালাটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র ৫০০ টাকার নোট দিয়ে। জানা গিয়েছে, ভাড়া নেওয়া হয় হরিয়ানার একটি জায়গা থেকে। বরপক্ষের আত্মীয়রা জানান, হরিয়ানার এই জায়গায় প্রচুর টাকার মালা ভাড়া পাওয়া যায়। আলওয়ারের কিশনগড়বাস এলাকার বাসিন্দা সামসুদ্দিন নামে এক ব্যক্তি মালাটি পৌঁছে দেন। বিয়েতে এই আকর্ষণীয় মালা সকলের দৃষ্টি কেড়ে নেয়। অনুষ্ঠান শেষে মালাটি ফেরত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় শাদ নামে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটে মালাটি ফেরত দিতে যাওয়ার সময়ই।
অভিযোগ উঠেছে, বাইকে করে মালাটি ফেরত নিয়ে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি শাদের বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে কয়েকজন মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে বন্দুক দেখিয়ে মালাটি ছিনিয়ে নেয় এবং গুরুতর আহত হন শাদও। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার অতুল সাউ এবং ডিএসপি কৈলাশ চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে এই প্রথাকে অযৌক্তিক বলে দাবি করেছেন। আবার অনেকে কনের পরিবারের ওপর এমন ব্যয়বহুল রীতির চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
