আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এক ব্যাতিক্রমী অভিজ্ঞতার ভিডিও শেয়ার করলেন বেঙ্গালুরুর এক স্টার্টআপ কোম্পানি ক্যাম্প ডায়েরিজের প্রতিষ্ঠাতা এবং আইআইএম স্নাতক মিলিন্দ চাঁদওয়ানি। জানা গিয়েছে, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ফিরছিলেন তিনি। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে। অ্যাপ ক্যাব বুক করে ফিরছিলেন তিনি। রাস্তায় হঠাৎই ঘুমিয়ে পড়েন ক্যাব চালক। উপায়ন্তর না দেখে নিজের চালকের আসনে বসে পড়েন চাঁদওয়ানি। পাশের আসনে নিশ্চিন্তে ঘুমিয়ে নেন ক্যাব চালক।
ইনস্টাগ্রামে এই অদ্ভুত ঘটনার কথা জানিয়ে মিলিন্দ লেখেন, ‘রাত তিনটে নাগাদ বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ফেরার পথে আমি নিজেকে এক অপ্রত্যাশিত ভূমিকায় আবিষ্কার করলাম’। গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে চাঁদওয়ানি জানান, ওই ক্যাব চালক ঘুমের সঙ্গে লড়াই করার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। মাঝরাস্তায় চা খাওয়ার জন্যও থেমেছিলেন তিনি। কিন্তু তাতেও ঘুম কাটেনি। এরপর মিলিন্দ গাড়ি চালানোর প্রস্তাব দিলে চালক সহজেই রাজি হয়ে যান।
