আজকাল ওয়েবডেস্ক: বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে। খুব শীঘ্রই বন্দেভারতের স্লিপার ক্লাস ট্রেন শুরু হবে। চেন্নাই আইসিএফ ইতিমধ্যেই এই কাজ অনেকটাই শেষ করে ফেলেছে। তারা একটি ছবিও প্রকাশ করেছে। বন্দেভারতের নতুন এই রূপ দেখে তাই অনেকে আনন্দিত। যেভাবে স্লিপার ক্লাসকে সাজিয়ে তৈরি করা হয়েছে তাতে এই ট্রেনের যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেকটাই বাড়বে বলেই মনে করছে ভারতীয় রেল।
বন্দেভারত স্লিপার কোচে থাকছে যাত্রী সুবিধার আরও অনেক দিক। পাশাপাশি যাত্রীরা যাতে শান্তিতে এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন সেদিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। এই ট্রেনে থাকবে মোট ১৬ টি কোচ। পুরোটাই থাকছে বাতানুকুল। এখানে মোট ৮২০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটবে এই বন্দেভারত ট্রেনটি। এখানে থাকছে সেন্সর অ্যাকটিভেটেড দরজা। এই দরজার হাত দিলেই নিজে থেকে খুলে যাবে দরজা।
থাকছে বায়ো ভ্যাকুয়েম টয়লেট। ফলে টয়লেটে গিয়ে সেখানে কোনও কিছু স্পর্শ করতে হবে না যাত্রীদের। প্রতিটি কামরার সঙ্গে যোগাযোগ রাখা যাবে। যদি ট্রেনে বসে কোনও যাত্রী অসুবিধা বোধ করেন তবে তিনি সরাসরি ট্রেনের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা বলতে পারেন। এমনকি শোয়ার জায়গাটি বিমানের সঙ্গে তাল রেখে করা হয়েছে। এখানে অনেক বেশি আরাম মিলবে। এখানে থাকছে কবচ সুরক্ষা ব্যবস্থা। তবে যাত্রীদের এই সুবিধা ভোগ করতে আরও কিছুদিন সময় লাগবে। তবে সেই প্রতীক্ষা দুমাসের বেশি হবে না।
