আজকাল ওয়েবডেস্ক: বিগত কয়েক বছরে চিন, জাপান, থাইল্যান্ডে ‘পরিবারের সদস্য’ ভাড়া নেওয়ার মতো পরিষেবার জনপ্রিয়তা বেড়েছে। এমনকি ভারতেও সাম্প্রতিক কালে মিলছে এই ধরনের পরিষেবা। সাম্প্রতিক কালে বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রেমিক বা প্রেমিকা ‘ভাড়া’ নেওয়ার মতো পরিষেবা সহজলভ্য হয়ে উঠেছে। বিশেষত ভ্যালেন্টাইনস উইক বা ডে-এর সময় এই পরিষেবার চাহিদা বাড়ে। সম্প্রতি বেঙ্গালুরু শহরে এমনই পরিষেবার চেয়ে চাঞ্চল্য তৈরি করেছে একটি পোস্টার।
ভ্যালেন্টাইনস ডে-এর আগে শহরে ছেয়ে গিয়েছে ‘Rent A Boyfriend’ লেখা একটি পোস্টার। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্টারটি। জানা গিয়েছে, জয়নগর-সহ শহরের একাধিক জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। পোস্টারটিতে একটি কিউআর কোড স্ক্যান করে মাত্র ৩৮৯ টাকায় এক দিনের জন্য প্রেমিক ভাড়া নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। লেখা হয়েছে, ‘ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিক ভাড়া করতে স্ক্যান করুন’। শুধু জয়নগর নয় এই পোস্টার দেখা গিয়েছে ব্যানাশঙ্করী, বিডিএ কমপ্লেক্সসহ একাধিক জায়গায়।
পোস্টারটিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেঙ্গালুরু পুলিশকে মেনশন করে অভিযোগ জানিয়েছেন। তবে এই ধরনের পোস্টার ভারতে প্রথম নয়। ২০১৮ সালে মুম্বাইয়ে ‘Rent A Boyfriend’ নামে একটি অ্যাপ চালু হয়েছিল। কিছু শর্ত দিয়ে ওই অ্যাপের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছিল পুরুষদের। ২০২২ সালে এই ধরনের পরিষেবার দেখা মেলে বেঙ্গালুরুতেও। যা পরে ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।
