আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ভদোদরা সেতু ধসে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা ১৪ জনে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, দ্বিতীয় দিন অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হওয়ার পর এখনও ছয়জন নিখোঁজ রয়েছে।
দুর্ঘটনার দিন বুধবার। মহিসাগর নদীর উপর নির্মিত এবং ভদোদরা- আনন্দকে সংযুক্তকারী গম্ভীরা সেতুর একটি অংশ ধসে পড়ে। যার ফলে একাধিক যানবাহন নদীতে পড়ে যায়। বৃহস্পতিবার সড়ক ও ভবন বিভাগের কর্মকর্তাদের একটি দলও ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছয়। প্রতিক্রিয়া জানিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। এমনকি নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অন্যদিকে গুজরাটের মন্ত্রী রুশিকেশ প্যাটেল বলছেন, সময়মতো রক্ষণাবেক্ষণ ও মেরামতের পরও সেতুটি ভেঙে পড়েছে। এই দু্ুর্ঘটনার কারণ কী তা পর্যবেক্ষণ চলবে।
গম্ভীরা সেতুটি মধ্য গুজরাট এবং সৌরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করছিল। একই সঙ্গে মাল পরিবহন, কৃষি পরিবহন এবং চিকিৎসা ও দৈনন্দিন যাতায়াতকে সহায়তা করছিল। খবর অনুযায়ী ৩০-৪৫ মিনিট ভ্রমণ সময় সাশ্রয় করার পাশাপাশি, সেতুটি পাদরা এবং মুজপুরের কৃষকদের শহুরে বাজারে পৌঁছতে সক্ষম করে। অ্যাম্বুলেন্সগুলিকে সময়মতো ভদোদরার হাসপাতালে পৌঁছাতে সহায়তা করে। এছাড়াও জাতীয় সড়ক-৬৪ এবং স্থানীয় রাস্তাগুলিকে সংযুক্ত করে বাণিজ্যে উন্নতি আনে।
