আজকাল ওয়েবডেস্ক: হাল আমলে ইউটিউব দেখে অনেক সমস্যার সমাধান হয়। মথুরার যুবক ভেবেছিলেন চিকিৎসা বিজ্ঞানও রপ্ত করে নেবেন ওই ইউটিউব দেখেই! যেমন ভাবনা, তেমন কাজ। ৩৫ বছরের যুবক মথুরা থেকে কিনে নেন সার্জিক্যাল ব্লেড, সেলাইয়ের উপকরণ এবং অজ্ঞান হওয়ার ইনজেকশন। এরপর নিজেই নিজের শরীরে অস্ত্রোপচার করেন। কিন্তু, শেষ পরিণতি কী হল? 

জানা গিয়েছে যে, ৩২ বছর বয়সী রাজা বাবু গত কয়েক মাস ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন। পরামর্শ নেন বেশ কয়েকজন চিকিৎসকরে। কিন্তু সেইসব পরামর্শের পরেও কোনও উপশম না পেয়ে রাজা বিষয়টি নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও দেখার পর, তিনি একটি ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় নানা ওষুধ কিনে ফেলেন। তারপরে অনলাইনে যা দেখেছিলেন তার উপর ভিত্তি করে নিজের শরীরে নিজেই অস্ত্রোপচারের চেষ্টা করেন।

রাজা জানিয়েছেন, পেটের ব্যথা অসহনীয় হয়ে উঠলে, তিনি মথুরায় গিয়ে একটি সার্জিক্যাল ব্লেড, সেলাইয়ের উপকরণ এবং অজ্ঞান হওয়ার ইনজেকশন কিনে আনেন। বুধবার সকালে, তিনি ঘরে অস্ত্রোপচার শুরু করেন। কিছুক্ষণ পর, যখন অ্যানেস্থেশিয়ার প্রভাব কমে যায়, তখন রাজা বাবু ফের তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন। তীব্র যন্ত্রণায় জোর চিৎকার করেন। ঘর থেকে বাইরে বেরিয়ে যান। তাঁর কান্না শুনে পরিবারের লোক হতবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গেই রাজাকে হাসপাতালে নিয়ে যায় সকলে।

 

?ref_src=twsrc%5Etfw">March 20, 2025

ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে তার রাজার ভাগ্নে রাহুল সংবাদ মাদ্যমকে বলেছেন, "ইউটিউব ভিডিও দেখার পর মামা নিজের শরীরে অস্ত্রোপচার করেন।"

রাহুলই মামাকে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। রাহুলের কথায়, প্রায় ১৮ বছর আগে রাজা বাবুর অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়েছিল। গত কয়েকদিন ধরে তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন এবং বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেও কোনও উপশম পাননি। তখনই রাজা বাবু নিজেই চিকিৎসা করার সিদ্ধান্ত নেন। তবে, অবস্থার অবনতি হওয়ায় রাজা বাবুকে আরও যত্নের জন্য আগ্রার এসএন হাসপাতালে রেফার করা হয়।