আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে ইদের সময় উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় পুরোপুরি বন্ধ থাকবে মাংসের দোকান। ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রিতে বিধিনিষেধ জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার। যার জেরে স্বাভাবিকভাবেই মুখভার মুসলিমদের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, রবিবার থেকে শুরু চৈত্র নবরাত্রি। এই উপলক্ষে আগামী ন'দিন সমস্ত ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাছ ও মাংসের দোকান বন্ধ রাখা হবে। গোটা নবরাত্রিতে এই নিয়ম জারি থাকবে। ৬ এপ্রিল অর্থাৎ রবিবার রামনবমী। ওইদিন গোটা রাজ্যের সমস্ত মাংসের দোকান বন্ধ রাখা হবে।
জানা গেছে, বারাণসীর পুরনিগমের মেয়র অশোক কুমার তিওয়ারি ঘোষণা করেছেন, রবিবার থেকে টানা ন'দিন বারাণসীর সব মাছ-মাংসের দোকান বন্ধ রাখা হবে। প্রসঙ্গত নবরাত্রির সময়েই ইদ পালিত হবে। এই আবহে উত্তরপ্রদেশে বন্ধ থাকবে মাংসের দোকান। যা ঘিরে অশান্তির আশঙ্কাও রয়েছে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, সমস্ত পুরনিগম এবং পুলিশ প্রশাসন মাংসের দোকান বন্ধ রয়েছে কি না, তার দিকে নজর রাখবে। নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখলে কড়া পদক্ষেপ করবে সরকার।
