আজকাল ওয়েবডেস্ক: ২৫ ডিসেম্বর, ছুটির দিন। কিন্তু ছুটির দিন যে জীবনের শেষ দিনে বদলে যাবে,কল্পনাও করেননি ওঁরা। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের ভীমতালের কাছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বাসটিতে অন্তত ২০-২৫ জন ছিলেন। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৪ জনের।
বুধবার দুর্ঘটনা ঘটেছে নৈনিতাল জেলায়। নৈনিতালের এসপি জগদীশ চন্দ্র দুর্ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পিথোরগড় থেকে হালদোয়ানি যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ভীমতালের কাছে বাসটি ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, আর তাতেই যাত্রী-সহ বাসটি গিয়ে পড়ে গভীর খাদে।
প্রাণ গিয়েছে চার জনের। আহত ২১।আশঙ্কাজনক বেশকয়েকজন। দুর্ঘটনার পরেই এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছয় দ্রুততার সঙ্গে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন গুরুতর আহত যাত্রীদের চিকিৎসা চলছে সুশীলা তিওয়ারি গভর্নমেন্ট হাসপাতালে। এআইআইএমএস ঋষিকেশের কয়েকজন চিকিৎসককেও পাঠানো হয়েছে সেখানে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
