আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারেই চর্চায় উঠে এসেছিলেন উত্তরপ্রদেশের সন্ত কবির নগর এলাকার বাবলু। কর্মসূত্রে তিনি বাইরে থাকার সময়েই স্ত্রী জড়িয়ে পড়েন বিবাহ বহির্ভূত সম্পর্কে। ঠান্ডা মাথায় প্রেমিক আর স্ত্রীর চারহাত এক করে দেন। বাবলুর ভূমিকায় কার্যত আপ্লুত নেটিজেনরা। যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তার জেরে প্রায়ই একাধিক খুনের ঘটনা প্রকাশ্যে আসছে, সেখানে কোর্টে গিয়ে স্ত্রী রাধিকার, প্রেমিক বিকাশের সঙ্গে বিয়ের আয়োজন করা বাবলু বেশ প্রসংশাই কুড়িয়েছিল। কিন্তু কেন তাঁর এমন সিদ্ধান্ত? জানিয়ে দিলেন সবটা।

সর্বভারতীয় সংবাদ সংস্থায় বাবলু সাফ জানিয়েছেন, ইদানিংকালে দেখছেন বিবাহবহির্ভূত ঘটনায় স্ত্রীরা ‘খুন’ করে  ফেলছেন স্বামীদের। মিরাট কাণ্ড রীতিমতো ভয় ধরিয়েছিল। নিজের প্রাণ বাঁচাতেই তিনি নাকি আর রিস্ক নেননি। 

সর্বভারতীয় সংবাদ সংস্থায় বাবলু জানান, ‘নিজের ক্ষতি এড়াতেই তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ইদানিংকালে দেখেছি, স্বামীরা স্ত্রিদের হাতে খুন হয়েছেন। মিরাটে যা ঘটেছে তা দেখার পর, আমি সিদ্ধান্ত নিই স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার। তাতে অন্তত দু’ জনেই শান্তিতে থাকতে পারব।‘

২০১৭ সালে বাবলু ও রাধিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান রয়েছে। একজন দু'বছর বয়সি, অন্যজনের বয়স সাত। কাজের সূত্রে বাবলু বাইরেই থাকতেন বেশিরভাগ সময়। মাস কয়েক আগে বাড়ি ফিরে জানতে পারেন স্ত্রী স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন।  বাবলু রাধিকা এবং বিকাশের বিয়ে দিয়েছেন, সঙ্গেই দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন। একাই বড় করে তুলবেন তাদের, জানিয়েছেন তেমনটাই।