আজকাল ওয়েবেস্কঃ স্ত্রীর বিয়ে গ্রামের অন্য একজনের সঙ্গে দিয়ে ধুন্ধুমার বাধালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশে৷ স্ত্রীয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না ওই ব্যক্তি। তাঁর অভিযোগ স্ত্রী তাঁকে বিষ দেওয়ার চেষ্টা করেন। তাঁদের ছেলেকেও মাদক খাওয়ানোর চেষ্টা করান হয়৷ ঘটনার পরই স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷
সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মন্দিরে এই বিয়ে অনুষ্ঠিত হয়। এক পুরোহিতের উপস্থিতিতে ওই ব্যক্তি তাঁর স্ত্রীর কপাল থেকে সিঁদুর মুছে ফেলেন। এরপর অন্য একজনের সঙ্গে মালা বিনিময় করতে দেখা যায়৷ ব্যক্তির নাম হরিশচন্দ্র৷ তিনি তাঁর স্ত্রী করিশ্মাকে অন্য একজন ব্যক্তির সঙ্গে জোরপূর্বক বিয়ে দিতে চান৷ কারিশ্মা দাবি করেন যে পুরো বিষয়টি তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন যে তাঁর স্বামীর সঙ্গে ক্রমাগত বিরোধ থাকলেও শিবরাজ নামক ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না।
পুলিশ জানিয়েছে এখনও কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দায়ের করা হলে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হরিশচন্দ্র এবং কারিশ্মা ১৫ বছর ধরে বিবাহিত ছিলেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। হরিশচন্দ্র বলেন যে তিনি আর কারিশ্মার সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না। স্থানীয়দের থেকে জিজ্ঞাবাদ করে জানা গিয়েছে কারিশ্মা তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।
