আজকাল ওয়েবডেস্ক : কেরল, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের ১৪ বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল ১৩ নভেম্বর। কিন্তু দিন বদলে গেল। ২০ নভেম্বর হবে সেখানে ভোটগ্রহণ। তবে ফলাফল ঘোষণার দিন একই থাকছে অর্থাৎ ২৩ নভেম্বর। প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দলের আর্জি মেনেই এই দিন পরিবর্তন।
প্রসঙ্গত, তিন রাজ্যে উপনির্বাচনের সময় সেখানে বেশ কিছু উৎসব রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কলপথি রসথোলসভম (১৩–১৫ নভেম্বর), কার্তিক পূর্ণিমা (১৫ নভেম্বর), গুরু নানকের প্রকাশ পর্ব (১৫ নভেম্বর)–এর জন্য রাজনৈতিক দলগুলি ভোটের দিন বদলের আর্জি জানিয়েছিল। দলগুলির আশঙ্কা ছিল, ওই সময়ে উৎসবে মেতে থাকবেন সাধারণ মানুষ। তাই ভোটদানের হার কমতে পারে। সেই যুক্তি মেনে ভোটগ্রহণের দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। উত্তরপ্রদেশের ন’টি, পাঞ্জাবের চারটি এবং কেরলের একটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ২০ নভেম্বর। উত্তরপ্রদেশের মীরাপুর, কুন্ডার্কি, গাজিয়াবাদ, খৈর, করহাল, সিশামৌ, ফুলপুর, কাটেহারি, মাঝাওয়ান, পাঞ্জাবের ডেরা বাবা নানক, ছাব্বেওয়াল, গিদ্দেরবাহা, বর্নালা, কেরলের পলাক্কড়ে হবে ২০ নভেম্বর হবে ভোট।
১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ১৫টি রাজ্যের দু’টি লোকসভা আসন এবং ৪৮টি বিধানসভা আসনে হবে উপনির্বাচন। কেরলের ওয়েনাড় লোকসভা আসনেও ১৩ নভেম্বর হবে ভোট।
