আজকাল ওয়েবডেস্ক: হাথরাসের ঘটনার স্মৃতি এখন তাজা। পদপিষ্ট হয়ে ইতিমধ্যেই মারা গিয়েছেন ১২১ জন। এবার বিষয়টি নিয়ে সকলকে সতর্কবার্তা দিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। তিনি সাধারণ মানুষের প্রতি বার্তায় জানালেন, বাবার চরণধুলো নিতে গিয়ে এই ধরণের একটি মর্মান্তিক দুর্ঘটনা হল। এই ঘটনা অপরাধের সামিল। কেউ যেন অন্ধবিশ্বাসের বশে না যান। দোষীদের বিরুদ্ধে প্রশাসন যেন কড়া ব্যবস্থা গ্রহণ করে। এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক।

প্রসঙ্গত, হাথরাসের ঘটনায় ১২১ জন মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সতসঙ্গে যে ঘটনা ঘটেছিল তা এখন সকলের জানা। যেখানে ৮০ হাজার মানুষের বসার জায়গা ছিল সেখানে আড়াই লক্ষ মানুষের সমাগম হয়। পরে স্বঘোষিত ভোলে বাবার পায়ের ধুলো নিতে গিয়ে সকলের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়। এরপরই একের উপর অন্যজন মিলে পদপিষ্টের ঘটনা ঘটে। প্রতিটি সংবাদমাধ্যমের শিরোনামে আসে এই খবর। মূল অভিযুক্ত ধরা পড়ে। ঘটনার দিন যেভাবে ভোলে বাবা পালিয়ে নিজেকে রক্ষা করেছিলেন তা নিয়ে এখনও জবাব দিতে হচ্ছে তাঁকে। নিজেকে নানাভাবে বাঁচিয়ে এই ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ঘটনার পর থেকে ভোলে বাবার প্রতি রুষ্ট তাঁর ভক্তরা।