আজকাল ওয়েবডস্ক: আশিতে আসিও না। ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি হয়েছিল সুপারহিট। ‘যৌবন’ পুকুরে একবার ডুব দিলেই মৃত্যুশয্যায় চলে যাওয়া মানুষ হয়ে উঠবে ছোকরা। কিন্তু সেটা তো ছিল ছবি। কল্পনার জগৎ। কিন্তু বাস্তবেও যে এরকম ঘটনা ঘটতে পারে তা কে জানত।
বুড়োদের ছোকরা বানিয়ে দেওয়ার চমৎকার ব্যবসা ফেঁদে বসেছিলেন উত্তরপ্রদেশের কানপুরের দম্পতি রাজীব কুমার দুবে ও রেশমি। শহরের কিদওয়াই নগর এলাকায় রীতিমতো খুলে ফেলেছিলেন থেরাপি সেন্টার। প্রতারণা ফাঁদে পা দিয়েছিলেন বহু বৃদ্ধ। দম্পতির প্রতিশ্রুতি ছিল ইজরায়েল থেকে আনা বিশেষ টাইম মেশিনের মাধ্যমে ৬০ বছরের বৃদ্ধ হয়ে যাবে ২৫ বছরের যুবক। এইভাবে হাতিয়ে নিয়েছিলেন প্রায় ৩৫ কোটি টাকা। পুলিশে অভিযোগ জমা হতেই বিদেশে গা ঢাকা দিয়েছেন ওই দম্পতি।
ওই দম্পতি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ অক্সিজেন থেরাপির মাধ্যমে এই অসাধ্যসাধন করা হবে। কিদওয়াই নগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি। যৌবনের প্রতিশ্রুতি দিয়ে প্যাকেজ সিস্টেম চালু করেছিলেন ওই দম্পতি। যেমন ১০ টা সেশনের প্রতি সেশনের জন্য খরচ পড়বে ৬ হাজার। আবার তিন বছরের জন্য প্রতি বছর ৯০ হাজার টাকা করে দিলে মিলবে অফুরন্ত যৌবন। দম্পতি বলে বেড়াতেন বায়ুদূষণের জন্য মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে পড়ছে। কিন্তু এই অক্সিজেন থেরাপির মাধ্যমে মাত্র ছয় মাসের ভিতরেই মিলবে যৌবন প্রাপ্তি।
পুলিশে প্রথম অভিযোগ জানান রেনু সিং নামে এক ভুক্তভোগী। তাঁর অভিযোগ ছিল, তিনি এই প্রতারণার পাল্লায় ১০ লক্ষ ৭৫ হাজার টাকা হারিয়েছেন। এভাবে অনেক মানুষই প্রতারণার ফাঁদে পড়েছেন বলে তিনি অভিযোগ জানান। প্রায় ৩৫ লক্ষ টাকা প্রতারকরা হাতিয়েছেন বলে পুলিশে অভিযোগ জমা পড়ে।
এদিকে পুলিশে অভিযোগ জমা পড়তেই দম্পতি বেপাত্তা। পুলিশের অনুমান স্বামী–স্ত্রী টাকা হাতিয়ে বিদেশে গা ঢাকা দিয়েছেন।
