আজকাল ওয়েবডেস্ক: এক বিয়েবাড়িতে সম্প্রতি বিপুল চাঞ্চল্য। চেয়ার এবং সোফার কভারের রঙ কেমন হবে, তা নিয়ে ঝগড়া। আর সেই সামান্য বিবাদের জেরেই খুন হতে হলো এক ৪৫ বছর বয়সি তাঁবু ব্যবসায়ীকে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বলিয়া জেলায় ঘটেছে। এই খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৩ নভেম্বর পারসিয়া গ্রামের বাসিন্দা রাজকুমার সিং প্রথমে থানায় নিখোঁজ ডায়েরি করেন। তিনি জানান, তাঁর ভাইপো অজিত কুমার সিং ওরফে বোধা (৪৫) তাঁবুর ব্যবসা করতেন। ২২ নভেম্বর মাজহোওয়া গ্রামে বিয়ের কাজ সেরে তিনি ভোর ৪টে নাগাদ বাড়ির দিকে রওনা হয়েছিলেন, কিন্তু তারপর আর ফেরেননি।
ঘটনার দু'দিন পর, ২৫ নভেম্বর, পুলিশ হুকুম ছপরা ঘাটের কাছে গঙ্গা নদীতে একটি দেহ উদ্ধার করে। খবর অনুযায়ী, একটি মোটরবাইকের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায় তাঁকে। পরে দেহটি অজিত কুমার সিং-এর বলে শনাক্ত করা হয়।
মৃতের ভাই চন্দন কুমার সিং অভিযোগ দায়ের করার পর পুলিশ তিনজনের বিরুদ্ধে মামলা করে। অভিযুক্তেরা হলো পীয়ুষ কুমার সিং (৪৩), অনীশ কুমার সিং (২৪) এবং অঙ্কুর সিং (২২)। মামলাটি ভারতীয় ন্যায় সংবিধান -এর নির্দিষ্ট ধারায় রুজু করা হয়েছে।
এফআইআর-এ অভিযোগ করা হয়েছে যে, অজিত ২২ নভেম্বর মাজহোওয়া গ্রামে প্যান্ডেল খাটাতে গিয়েছিলেন। সেই রাতে তিনি সেখানেই ছিলেন। রাত ১টা নাগাদ চেয়ার ও সোফার কভারের রং বদলানো নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর তীব্র কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, এরপরেই ওই তিনজন তাঁকে মেরে ফেলে এবং তাঁর নিজের হিরো প্যাশন মোটরবাইকের সঙ্গে দেহটি বেঁধে গঙ্গায় ভাসিয়ে দেয়।
বাইয়া সার্কেল অফিসার মহম্মদ ফাহিম কুরেশি জানিয়েছেন, বৃহস্পতিবার শান্তিনগর তিরাজার কাছে অভিযান চালিয়ে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷
