আজকাল ওয়েবডেস্ক: একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি পেয়েছেন। অথচ এখন হাতে কাজ নেই। এক যুবক ছিনতাইয়ের অভিযোগে দিল্লির দ্বারকা থেকে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ মঙ্গলবার জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া সাতটি মোবাইল ফোন এবং একটি স্কুটার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রদীপ কুমার মালিক ওরফে রাহুল। তিনি পালমের বাসিন্দা। উচ্চশিক্ষিত হলেও বর্তমানে তাঁর কোনও কাজ নেই। উল্টে তিনি নাকি মাদকে আসক্ত হয়ে পড়েছেন। পুলিশ জানিয়েছে, গত ২০ নভেম্বর ডিডিএ পার্কের কাছে রেল লাইনের ধারে একটি বিশেষ ফাঁদ পাতা হয়েছিল। সেখানেই তাঁকে ধরা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্বারকা সাউথ এলাকায় স্কুটারে চেপে এক জন বার বার ছিনতাই করছিল। এর পর পুলিশ ৩০০টিরও বেশি সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে। পরে এলাকার সোর্সদের কাজে লাগিয়ে অপরাধীর খোঁজ শুরু করে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রেল লাইনের কাছে সন্দেহভাজন রাহুলকে আটকানোর চেষ্টা করে। কিন্তু তিনি পালানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের ধাওয়ার পরই তাঁকে ধরে ফেলে পুলিশ। জেরার মুখে রাহুল স্বীকার করেন যে স্কুটারটি ডাবরি এলাকা থেকে চুরি করা। আর ছিনতাই করা মোবাইলগুলি তিনি স্কুটারের ডিকির ভিতরে লুকিয়ে রেখেছিলেন।
দ্বারকা সাউথ এবং পালম ভিলেজের ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচটি মোবাইল ফোন এবং চুরি যাওয়া স্কুটারটি উদ্ধার হয়। তাঁর কাছে আরও দুটি ফোন পাওয়া গিয়েছে, যা এখনও কোনও মামলার সঙ্গে যুক্ত নয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, রাহুলের বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড নেই। পুরো বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
