আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও বাড়াতে বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। নতুন নির্দেশিকা অনুযায়ী, হোটেল, গেস্টহাউস, OYO, ইভেন্ট আয়োজক-সহ কোনও বেসরকারি প্রতিষ্ঠান আর গ্রাহকের আধার কার্ডের ছবি নিজেদের কাছে রাখতে পারবে না। এর বদলে বাধ্যতামূলক করা হচ্ছে পুরোপুরি ডিজিটাল আধার যাচাই পদ্ধতিহোটেল ।

UIDAI জানিয়েছে, বহু সংস্থা এখনও হোটেল বুকিং বা রুমে ঢোকার সময় আধারের ছবি চায়, যা গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। ডিজিটাল পদ্ধতিতে যাচাই বাধ্যতামূলক হলে সেই ঝুঁকি আর থাকবে না এবং পরিচয় যাচাই আরও নিরাপদ ও দ্রুত হবে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বেসরকারি সংস্থা আধার কার্ড দেখতে চায়, তাদের UIDAI-এর কাছে Offline Verification Seeking Entity (OVSE) হিসেবে নথিভুক্ত হতে হবে। নথিভুক্ত হওয়া সংস্থাগুলি হার্ড কপি চাওয়ার বদলে ডিজিটাল মাধ্যম—যেমন QR কোড স্ক্যান, API ইন্টিগ্রেশন বা নতুন তৈরি হওয়া আধার অ্যাপ—ব্যবহার করে পরিচয় নিশ্চিত করবে।

UIDAI-এর শীর্ষ করতে ভূবনেশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নতুন অ্যাপটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে প্রতিটি গ্রাহককে যাচাইয়ের জন্য কেন্দ্রীয় আধার ডেটাবেসের সঙ্গে যুক্ত করার প্রয়োজন না পড়ে। অ্যাপ-টু-অ্যাপ যাচাইয়ের ফলে বিমানবন্দর, দোকান, হোটেল বা যে কোনও পরিষেবা ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করা আরও তাড়াতাড়ি  ও নির্ভরযোগ্য হবে। পাশাপাশি, সার্ভার ডাউন হলে  বা নেটওয়ার্ক সমস্যার কারণে যে কাজ আটকে যেত, তাও বন্ধ হবে

ব্যবস্থাটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো “selective disclosure”—অর্থাৎ এটা গ্রাহক বা উপভোক্তা নিজে ঠিক করবেন কোন তথ্যটি তিনি শেয়ার করবেন বা করবেন না। কোনও সংস্থা কেবল প্রয়োজনীয় তথ্য, যেমন নাম, বয়স বা ঠিকানার নির্দিষ্ট অংশ, দেখতে পারে, পুরো আধার তথ্য আর কারও জন্য প্রকাশ্য থাকবে না। এতে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা অনেকটাই সুরক্ষিত হবে।

UIDAI জানিয়েছে, নতুন অ্যাপের মাধ্যমে বাসস্থান সম্পর্কিত তথ্য  আপলোড করা যাবে এবং যেসব পরিবারের সদস্যের নিজস্ব মোবাইল ফোন নেই, তাদের তথ্যও আপলোড করা যাবে। এই ব্যবস্থা ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে, যা আগামী দেড় বছরের মধ্যে পুরোপুরি কার্যকর হবে।

UIDAI প্রধান ভূবনেশ কুমার জানিয়েছেন, নতুন প্রযুক্তি আধার কার্ডের হার্ড কপি দেখতে চাওয়ার প্রবণতা বন্ধ করবে এবং উপভোক্তার  ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে। তাঁর কথায়, “এই ডিজিটাল পদ্ধতি যেমন সহজ হবে, তেমনি ফটোকপি জমা রাখার ফলে তথ্য ফাঁসের যে ভয় থাকে, তা সম্পূর্ণভাবে বন্ধ হবে।”

UIDAI-এর এই নতুন নিয়ম কার্যকর হলে হোটেল, বুকিং প্ল্যাটফর্ম, ইভেন্ট ম্যানেজমেন্ট ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রে পরিচয় যাচাই আরও নিরাপদ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।