আজকাল ওয়েবডেস্ক: স্বামীরা মাদকাসক্ত। সব সময় মদ খেয়ে থাকেন। অত্যাচার করেন স্ত্রীর উপর। সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে একে অপরকে বিয়ে করে নিলেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা কবিতা এবং গুঞ্জা। গোরখপুরের দেওরিয়ার ছোট কাশী শিব মন্দিরে বিয়ে সারেন দু'জনে। এক সঙ্গে সাতপাক ঘুরলেন, হল সিঁদুরদান এবং মালাবদলও। 

নবদম্পতি জানিয়েছেন, দু'জনের আলাপ ইনস্টাগ্রামে। দু'জনের স্বামীই মাদকাসক্ত। মদ খেয়ে রোজ স্ত্রীদের অত্যাচার করতেন। পারিবারিক পরিস্থিতি কবিতা এবং গুঞ্জাকে আরও কাছে নিয়ে আসে। ক্রমে গাঢ় হয় বন্ধুত্ব। দীর্ঘ ছ'বছর এভাবে চলার পর একে অপরকে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। গোরক্ষপুরের ছোটা কাশী মন্দিরে গিয়ে কবিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন গুঞ্জা। সাতপাকে ঘুরে মালাবদলও করেন। 

মন্দিরের পুরোহিত জানিয়েছেন, দুই মহিলা নিজেদের মতো মন্দিরে এসেছিলেন। নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করে ধীরেসুস্থে আবার মন্দির থেকে বেরিয়েও গিয়েছেন। কবিতা এবং গুঞ্জার পাকাপাকি কোনও মাথা গোঁজার ঠাঁই নেই। বাড়ি ভাড়া নিয়ে থাকার কথা ভাবছেন। বাকি জীবন একে অপরের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন তাঁরা।