আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে৷ বিরুধুনগর জেলার রাজাপালয়মের কাছে একটি মন্দিরে এই ঘটনা ঘটেছে। খবর অনুযায়ী গত মঙ্গলবার ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে মন্দিরের দুই নিরাপত্তারক্ষীকে। পুলিশের সন্দেহ, মন্দিরের দানবাক্স ভেঙে টাকা লুঠ করার চেষ্টা করেছিল কিছু দুষ্কৃতী। তাতে বাধা দেওয়ায় অভিযুক্তরা দুই পাহারাদারকে কুপিয়ে খুন করে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মারা গিয়েছেন পেচিমুথু (৬০) এবং শঙ্কর পাণ্ডিয়ান (৫০) নামের ওই দুই নিরাপত্তারক্ষী। তাঁরা দু'জনেই নাচাডাই থাভিরথু অরুলাসস্বামী মন্দিরে রাতের ডিউটিতে ছিলেন। খবর অনুযায়ী, এই মন্দিরটি সরকারি সংস্থা এইচয়ার ও এইচসি- এর তত্ত্বাবধানে চলে।

সকাল ৬টা নাগাদ দিনের ডিউটিতে আসেন তৃতীয় পাহারাদার মাদাস্বামী। তিনি দেখেন মন্দিরের মূল ফটকের ছোট দরজাটি একটু খোলা। ভেতরে ঢুকেই তিনি দেখেন দুই সহকর্মী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁদের শরীরে অনেক আঘাতের চিহ্ন। এরপরই তিনি দেখেন মন্দিরের দানবাক্সটি ভাঙা অবস্থায় পড়ে আছে।

এরপর তিনি দ্রুত মন্দির কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে বড়কর্তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন। বিস্তারিত শুনে তদন্ত শুরু করেন। অভিযুক্তদের খুঁজে বের করতে ফরেনসিক দল ও ডগ স্কোয়াটকে কাজে লাগানো হয়েছে। পাশাপাশি মন্দিরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, "এটা পরিষ্কার খুন ও লুঠের ঘটনা। মন্দির থেকে টাকা চুরি করার জন্য বাক্স ভাঙা হয়েছে। আমরা মনে করছি পাহারাদাররা বাধা দেওয়ায় দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হয়। আমরা খুব তাড়াতাড়ি দোষীদের ধরে ফেলব।"

এদিকে, এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। মৃতদের আত্মীয়-স্বজনরা মন্দিরের বাইরে জড়ো হয়ে দাবি তোলেন, খুনিরা ধরা না পড়া পর্যন্ত তাঁরা দেহ নেবেন না। পরে পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।