আজকাল ওয়েবডেস্ক: বাড়ির লোকজন গল্পে মশগুল। বাড়ির উঠোনেই খেলাধুলা করছিল দুই বোন। খেলতে খেলতে গাড়িতে উঠে পড়ে তারা। হঠাৎ গাড়িটি ভিতর থেকে লক হয়ে যায়। গাড়ির মধ্যে খেলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিক পরিণতি হল দুই বোনের। সেই গাড়ি থেকে দু'ঘণ্টা পর তাদের উদ্ধার করে পরিবার। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রানগারেদ্দিতে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হল পাঁচ বছরের তন্ময়ী শ্রী এবং চার বছরের অভিনয়া শ্রী। সম্পর্কে তারা একে অপরের তুতো বোন। সোমবার ঠাকুরদার বাড়িতে গিয়েছিল তারা। সেখানে বিয়ের আলোচনায় মশগুল ছিল দু'জনের পরিবার। তখনই ঘটে দুর্ঘটনাটি। 

 

পরিবার জানিয়েছে, বেলা ১২টা নাগাদ দু'জনকে উঠোনেই খেলতে দেখা গিয়েছিল। অন্যদিকে পরিবারের বাকিরা ঘরের মধ্যে গল্প করছিলেন। খেলতে খেলতে দু'জনেই গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ দু'জনকে দেখতে না পেয়ে সকলে গাড়িতে খুঁজতে যান। গাড়ির লক খুলতেই দেখেন, দুই বোন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। 

 

দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। বন্ধ গাড়িতে শ্বাসরোধ হয়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।