আজকাল ওয়েবডেস্ক:  ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision–SIR) চলাকালীন অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপে পড়ে কেরল ও রাজস্থানে দুই বুথ লেভেল অফিসার (BLO)-এর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। দুই ক্ষেত্রেই পরিবার ও সহকর্মীরা কাজের অতিরিক্ত চাপকে দায়ী করলেও প্রশাসন সেই দাবি অস্বীকার করেছে।

কেরল: কন্নূরে ৪৪ বছরের বিদ্যালয় কর্মীর মৃত্যু

কেরলের কন্নূরে ৪৪ বছর বয়সি বিদ্যালয় অফিস সহকারী অ্যানিশ জর্জ রবিবার (১৬ নভেম্বর) বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যান। তাঁর পরিবার জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে অতিরিক্ত চাপ জমা হচ্ছিল। জর্জ ১৮ নম্বর বুথে ভোটার তথ্য ফর্ম (EF) বিতরণের দায়িত্বে ছিলেন। এলাকাটি অপরিচিত হওয়ায় তিনি বারবার বুথ লেভেল এজেন্টদের সাহায্য চেয়েছিলেন, কিন্তু সহায়তা পাননি বলে তাঁর বন্ধুদের দাবি।

কন্নূর জেলা প্রশাসন অবশ্য দাবি করেছে যে কোনও  বিশেষ লক্ষ্যবস্তু বা অতিরিক্ত চাপ দেওয়া হয়নি। প্রশাসনের হিসাব অনুযায়ী, জর্জের বুথে মোট ১,০৬৫টি ফর্মের মধ্যে ৮২৫টি বিতরণ করা হয়েছিল। ডিজিটাল আপডেট না হওয়ায় ২৪০টি বাকি দেখাচ্ছিল, যা পরে সংশোধিত হয় এবং দেখা যায় মাত্র ৫০টি ফর্ম  বাকি ছিল।

প্রশাসনের বক্তব্য, জেলার সামগ্রিক অগ্রগতির তুলনায় জর্জের কাজ “স্বাভাবিক সীমার মধ্যেই” ছিল এবং প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যু ও SIR কাজের মধ্যে সরাসরি কোনও  যোগসূত্র পাওয়া যায়নি। তবে কঙ্কোল–আলাপ্পাডম্বা গ্রামপঞ্চায়েতের প্রধান এম.ভি. সুনীল কুমার বলেছেন, জর্জ “চরম মানসিক চাপে” ছিলেন এবং বারবার জানাচ্ছিলেন যে তিনি দায়িত্ব সামলাতে পারছেন না — তবুও তাঁর ওপর কাজের চাপ বজায় রাখা হয়েছিল।

রাজস্থান: ৪৫ বছরের শিক্ষকের আত্মহত্যা, নোটে SIR-এর চাপের উল্লেখ

রাজস্থানের নাহরি কা বাসে একই দিনে আত্মহত্যা করেন ৪৫ বছরের সরকারী স্কুল শিক্ষক ও BLO মুকেশ জানগিড়। পুলিশ জানিয়েছে, তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। তাঁর ভাই গজনন্দ দাবি করেছেন, উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে মুকেশ লিখে গিয়েছিলেন যে SIR-এর কাজে তীব্র চাপ ও ঊর্ধ্বতন কর্তাদের “সাসপেনশনের ভয়” তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল।

মুকেশ জানগিড় জয়পুর জেলার কালওয়াদ গ্রামের বাসিন্দা ছিলেন এবং জাঠওয়াড়া এলাকায় BLO হিসেবে কাজ করছিলেন। তাঁর মৃত্যুর পর শিক্ষক সংগঠনগুলি ক্ষোভ প্রকাশ করেছে।

রাজস্থান প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিপিন প্রাকাশ শর্মা বলেছেন, রাজ্য ও জেলা স্তরে SIR ক্ৰমতালিকা   উপরের দিকে উঠতে প্রশাসনের তাড়নায় মাঠ পর্যায়ের কর্মীদের ওপর “অতিরিক্ত চাপ” সৃষ্টি হয়েছে। অচিরেই মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

দুই রাজ্যে একই দিনে দুই BLO’র মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে—SIR প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করার চাপে মাঠপর্যায়ের কর্মীরা কি অতিরিক্ত মানসিক চাপের মুখে পড়ছেন? একইসঙ্গে প্রশাসনের দাবি ও পরিবার–সহকর্মীদের অভিযোগের মধ্যে তীব্র বিরোধও সামনে এসেছে।