আজকাল ওয়েবডেস্ক : ছত্তিশগড়ের রায়গড়ে আদিবাসী মহিলাকে গণধর্ষণের উত্তাল গোটা এলাকা। ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ছজনকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রাখির একটি মেলা চলছিল। সেখানেই এই ঘটনা ঘটে। অভিযোগকারী মহিলা জানিয়েছে মেলায় আটজন ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তারা তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনাটি ঘটে ১২ আগস্ট।

 

 অভিযুক্তরা তাঁকে একটি পুকুরের ধারে নিয়ে গিয়ে টানা ৫ ঘন্টা ধরে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন ওই মহিলা। ঘটনার পর কোনওরকমে ওই মহিলা বাড়িতে পৌঁছন এবং তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপরই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, একটি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।

 

 এলাকার একটি মেলায় গিয়ে ধর্ষণের এই ঘটনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুসারে মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বাকি দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।