আজকাল ওয়েবডেস্ক: প্রচন্ড ঠান্ডায় হ্রদের জল জমে গিয়েছিল। হ্রদের উপরে জমা সেই বরফের উপর দিয়ে হাঁটতে গিয়েই বিপত্তি। পায়ের চাপে আচমকাই বরফের আস্তরণ ভেঙে যায় এবং জলে পড়ে যান কয়েকজন পর্যটক। এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত মানুষজনের উপস্থিত বুদ্ধির দৌলতে রক্ষা পেলেন সকলে। 

ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের বিখ্যাত পর্যটনস্থল সেলা পাসে। শীতের মরসুমে পর্যটকদের বেশ পছন্দের জায়গা এটি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, চার জন পর্যটক হাড় কাঁপানো ঠাণ্ডা জলে আটকে রয়েছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন। দু'জন মহিলাও ছিলেন তাঁর মধ্যে। আটকে পড়া পর্যটকদের আর্তি শুনে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন। বাঁশ এবং দড়ির সাহায্যে একে একে সব পর্যটকদের জল থেকে তুলে আনতে সক্ষম হন তাঁরা। 

?ref_src=twsrc%5Etfw">January 5, 2025

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ঘটনাটির ভিডিও নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শেয়ার করেছেন। সকল পর্যটকদের কাছে তাঁর আর্জি, জমে যাওয়া হ্রদে হাঁটতে হলে অভিজ্ঞ লোকদের সাথে হাঁটুন। বরফ জমা পিচ্ছিল রাস্তায় সাবধানে গাড়ি চালান। তুষারপাত সম্পর্কে সচেতন হন। প্রবল ঠাণ্ডায় গরম কাপড় পরুন। শীত উপভোগ করুন। আপনার নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

ভিডিওটি ইনস্টাগ্রামেও ভাইরাল হয়েছে। বরফের উপর হাঁটার বিপদ সম্পর্কে সচেতনতা তৈরি করেছে ভিডিওটি। একটি ছবি তোলার জন্য ঝুঁকি নেওয়ার চেয়ে নিরাপদে ঘোরার পরামর্শ দিয়েছেন অনেকে। স্থানীয় প্রশাসনও সকল পর্যটকের সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।