আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির মধ্যে পাহাড় সফর। আর সেটাই ডেকে আনল মহা বিপদ। উত্তর সিকিমে পর্যটকদের নিয়ে রাস্তা থেকে সোজা ১ হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ওড়িশার মোট ১১ জন পর্যটক ছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, মারা গিয়েছেন এক জন। দু’জনকে উদ্ধার করে গ্যাংটক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। তিস্তায় ডুবুরি নামিয়ে বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাংয়ের দিকে যাচ্ছিল পর্যটকদের গাড়িটি। ছিলেন মোট ১১ জন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওড়িশার পর্যটকদের তিনটি দল ওই গাড়ি ভাড়া করেছিলেন। কিন্তু আবহাওয়া প্রতিকূল ছিল। রাতের রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। ভারসাম্য হারিয়ে গাড়িটি খাদের দিকে এগিয়ে যায়। গড়িয়ে পড়ে হাজার ফুট নীচে।
এরপরই ভারতীয় সেনা, সিকিম পুলিশ, ইন্দোতিব্বত সীমান্ত পুলিশ উদ্ধারকাজ শুরু করে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। আর মৃত এক জন। নিখোঁজদের মধ্যে আছেন ওড়িশা বিজেপির সাধারণ সম্পাদক, তাঁর স্বামী ও দুই ছেলেও।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরেই আবহাওয়া খারাপ। সিকিমেও প্রবল বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে গত কয়েক দিন ধরে উত্তর সিকিমে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণও করা হচ্ছিল। তার মাঝেই ঘটে গেল দুর্ঘটনা।
