আজকাল ওয়েবডেস্ক : ফিক্সড ডিপোজিট হল এমন একটি জায়গা যেখানে প্রচুর মানুষ নিজের টাকা বিনিয়োগ করেন। এখানে বিনিয়োগ করলে ভাল সুদের হার পাওয়া যায়। এখানে সাতটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট হার দেওয়া হল। এখান থেকে নিজের ইচ্চামতো ব্যাঙ্ক দেখে নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। 

 

এইচডিএফসি ব্যাঙ্ক : এখানে সাধারণ নাগরিক পাবেন ৬. ৬% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ১% হারে সুদ। এই সুদ পাওয়া যাবে ১ বছরের মধ্যে। 

 

আইসিআইসিআই ব্যাঙ্ক : এখানে সাধারণ নাগরিক পাবেন ৬. ৭% হারে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেন পাবেন ৭. ২০% হারে সুদ। এর সময় ১ বছর। 

 

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক : এখানে সাধারণ নাগরিক পাবেন ৭. ১% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৬% হারে সুদ। এই সুদ মিলবে ১ বছরের মধ্যে। 

 

ফেডারেল ব্যাঙ্ক : এখানে সাধারণ নাগরিক পাবেন ৬. ৮% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৩% হারে সুদ। ১ বছরের মধ্যে এই সুদ পাবেন।

 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : এখানে সাধারণ নাগরিক পাবেন ৬. ৮% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৩% হারে সুদ। ১ বছরের মধ্যে এই সুদ মিলবে। 

 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক : এখানে সাধারণ নাগরিক পাবেন ৬. ৮৫% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৩৫% হারে সুদ। ১ বছরের মধ্যে এই সুদ মিলবে। 

 

কানাডা ব্যাঙ্ক : এখানে সাধারণ নাগরিক পাবেন ৬. ৮৫% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৩৫% হারে সুদ। এর সময় রয়েছে ১ বছর।