আজকাল ওয়েবডেস্ক: কেরালার গ্রামে নরখাদকের আতঙ্ক। অবিলম্বে এই নরখাদক বাঘকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে বনদপ্তরকে। কেরালার বনমন্ত্রী একে সাসেন্দ্রান বলেন, বাঘটি কয়েকদিন আগে ওয়েনাডে এক ব্যক্তিকে হত্যা করেছে। বনদপ্তর ইতিমধ্যেই বাঘটিকে শনাক্ত করেছে। ১৩ বছর বয়সের এই বাঘটিকে যাতে দ্রুত হত্যা করা যায় তারই নির্দেশ দেওয়া হয়েছে। যে ব্যক্তির দেহটি উদ্ধার হয়েছে তাতে বাঘের নানা চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই নরখাদক বাঘটিকে মেরে ফেলার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। ইতিমধ্যেই ২৫ টি ক্যামেরা বসানো হয়েছে। বাঘের খাঁচাও পাতা হয়েছে। পাঁচটি দল এই কাজে যুক্ত রয়েছে। বাঘ হত্যা প্রসঙ্গে কেরালা হাইকোর্টের কাছে নির্দেশও মিলেছে। বাঘ হত্যা বর্তমানে নিষিদ্ধ হলেও এই নরখাদককে হত্যা না করলে আরও বিপদ আসবে বলে মনে করছেন সকলে।
