আজকাল ওয়েবডেস্ক: সংসারে মোট ১২টি মাথা। উপার্জনকারী এক মাত্র তিনিই। সকলের মুখে ভাত তো জোগাতে হবে। তাই চুরির করা পেশাকে আপন করে নিলেন ৩৬ বছর বয়সী বেঙ্গালুরুর এক ব্যক্তি। নতুন পেশায় সুখ স্থায়ী হল না বেশিদিন। ধরা পড়ে গেলেন পুলিশের হাতে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম বাব্বাজান। তাঁর কাছ থেকে ১৮৮ গ্রাম সোনার গয়না এবং ৫৫০ গ্রাম রুপোর গয়না উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে থানার এক আধিকারিক জানান, বাব্বাজানকে গ্রেপ্তারের ফলে আটটি চুরির মামলার সমাধান করা গিয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান, তাঁর একার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল তাই এই পদক্ষেপ।“ ওই আধিকারিক জানিয়েছেন, তাঁর স্ত্রীয়েরা আনেকালের নিকটে শিকারিপাল্য, চিক্কাবালপুর এবং শ্রীরঙ্গপত্নে থাকেন। সব স্ত্রী এবং সন্তানদের সঙ্গেই তাঁর যোগাযোগ রয়েছে। সংসারগুলি চালাতেই চুরি করতে শুরু করেন বাব্বাজান।
