নিতাই দে, আগরতলা: ত্রিপুরার ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমার সিন্ধু কুমার পাড়াতে রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের।  

সোমবার দুপুরে আগরতলা–শিলচরগামী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় একটি টাটা পিকআপ (নম্বর TR06A-1612) মালবাহী গাড়ি। এই সংঘর্ষে গাড়িতে থাকা চালক-সহ  তিনজনের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় নিহতরা হলেন প্রদেশ দেববর্মা, দিনা দেববর্মা, সাকুরাই দেববর্মা। ঘটনার পর এলাকাবাসীরা তৎক্ষণাৎ উদ্ধারকাজে নামেন। নিহতদের ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় মনু হাসপাতালে পাঠানো হয়েছে। 

সংঘর্ষের জেরে আগরতলা–শিলচর ট্রেনটি মনু রেল স্টেশনে আটকে ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে পূর্বোত্তর রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে দুপুর ১টা ১২ মিনিটে ডি এন ১৫৬৬৩ আগরতলা শিলচর এক্সপ্রেস যখন ওই ট্রাক দিয়ে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ একটি মিনি ট্রাক রেল ক্রসিং দিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করছিল। মুহূর্তের মধ্যে ট্রেনের ইঞ্জিনটি মালবাহী গাড়িটিতে সজরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় গাড়ি চালক সহ আরও দুই ব্যক্তি নিহত হন বলে রেল সূত্রে জানানো হয়েছে। 

এই দুর্ঘটনার কারণে ট্রেনটি চলাচলের সামরিক বিঘ্ন ঘটেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে ট্রেনটি ফের রওনা দিয়েছে শিলচরের উদ্দেশ্যে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে রেল ক্রসিংটি ব্যবহারের জন্য বহুবার চেষ্টা হয়েছে। কিন্তু স্থানীয়দের বাধার কারণে তা সফল হয়নি। 

আর স্থানীয়দের দাবি, এই এলাকায় রেল ক্রসিং গেট নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের দাবি মানতে নারাজ। রেল কর্তৃপক্ষের তরফ থেকেও জানানো হয়েছে, গত পাঁচ অক্টোবর আগরতলা থেকে রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে এই রেল ক্রসিংটি খোলার সময়েও স্থানীয়দের হাতে বাধাপ্রাপ্ত হন।