আজকাল ওয়েবডেস্ক: দেশের ভাষার বিকাশের ওপর আরও জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একটি অনুষ্ঠান থেকে বলেন, যারা ইংরাজিতে কথা বলছেন তারা খুব শীঘ্রই লজ্জা পাবেন। এই ধরণের সমাজ খুব বেশি দূরে নয়। তিনি বিশ্বাস করেন ভারতের প্রতিটি ভাষা হল এক একটি রত্নের সমান। আমাদের নিজেদের ভাষাই আমাদের সঠিক ভারতীয় করে তোলে।


একটি বই প্রকাশনী অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে গিয়ে অমিত শাহ বলেন, আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাস, ধর্মকে সবার আগে বুঝতে হবে। এখানে কোনও বিদেশী ভাষার বাড়বাড়ন্ত হতে পারে না। সম্পূর্ণ ভারত তখনই গড়ে উঠবে যখন বিদেশী সমস্ত ভাষাকে বর্জন করা হবে।
তিনি আরও যোগ করেন, এই কাজটি যে অতি কঠিন তা তিনি বিলক্ষণ জানেন। তবে ভারতের ঐতিহ্যকে সামনে রেখেই সকলকে এগিয়ে যেতে হবে।সেখানে ভারতের সমাজিক পরিবর্তনকে সবার আগে রাখতে হবে। আত্মসম্মানকে বজায় রেখে আমাদের দেশ এগিয়ে যাবে। তবেই গোটা বিশ্ব ভারতকে নতুনভাবে জানবে।


অমিত শাহের এই মন্তব্য দেশে নতুন শিক্ষা ব্যবস্থাকে সকলের নজরে এনে দিয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার যে হিন্দিকে বেশি গুরুত্ব দিয়েছে সেকথা সকলেই জানেন। এই বিষয়টি নিয়ে তামিলনাড়ু সবথেকে বেশি প্রতিবাদ করেছে। তারা দাবি করেছে বিজেপি দেশের শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দেওয়ার কাজটি করতে চাইছে। তারা হিন্দিকে সবার আগে প্রাধান্য দিতে চাইছে। এই একই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রবল সমালোচনা করেছে পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্য।